Gold Paste: অন্তর্বাসের ভিতরে লুকোনো সোনার পেস্ট, কলকাতা বিমানবন্দরে পাকড়াও ২

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 19, 2023 | 11:34 PM

মেটাল ডিটেক্টর দিয়ে জামা-কাপড়ে তল্লাশি চালানোর সময় খালিল আব্দুল নিজেকে আড়াল করার চেষ্টা করে। তখনই অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার হয় সোনার পেস্ট।

Gold Paste: অন্তর্বাসের ভিতরে লুকোনো সোনার পেস্ট, কলকাতা বিমানবন্দরে পাকড়াও ২
প্রতীকি ছবি।

Follow Us

কলকাতা: সোনা পাচারের অভিনব কৌশল! অন্তর্বাসের ভিতরে লুকিয়ে নিয়ে আসা হচ্ছে সোনার পেস্ট। যা সহজে এক্স-রে মেশিনেও ধরা পড়বে না। যদিও বৃহস্পতিবার এভাবে সোনার পেস্ট নিয়ে এসেও রক্ষা মেলেনি। কলকাতা বিমানবন্দরেই ধরা পড়ে যায় ২ যাত্রী। দুই যাত্রী পৃথকভাবে ৬০ লক্ষের বেশি টাকার সোনার পেস্ট নিয়ে আসছিল।

আবগারি দফতর সূত্রে খবর, ধৃত ২ যাত্রীর নাম খালিল আব্দুল এবং আবু বাক্কার সিদ্দিকী। দুজনে একসঙ্গে ছিল না। দুবাই থেকে কলকাতা এসেছে খলিল এবং ব্যাংকক থেকে কলকাতা আসে সিদ্দিকী। খলিল আব্দুলের কাছ থেকে ৫২৬ গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ৩০ লক্ষ ২০ হাজার টাকা। অন্যদিকে, আবু বাক্কার সিদ্দিকীর কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৫৫৩ গ্রাম গোল্ড পেস্ট। যার বাজারমূল্য ৩১ লক্ষ ৭৫ হাজার টাকা। দুজনেই অন্তর্বাসের ভিতরে সোনার পেস্ট নিয়ে আসছিল।

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ভারতীয় নাগরিক খালিল আব্দুল এদিন বিকালে ফ্লাই দুবাইয়ের বিমান FZ 459 উড়ানে দুবাই থেকে কলকাতায় আসে। অভিবাসন দফতরের আধিকারিকদের তথ্য যাচায়ের পর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক দফতরের আধিকারিকরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এরপর মেটাল ডিটেক্টর দিয়ে জামা-কাপড়ে তল্লাশি চালানোর সময় খালিল আব্দুল নিজেকে আড়াল করার চেষ্টা করে। যা দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের আধিকারিকদের। এরপর তাকে বিশেষভাবে তল্লাশি চালানো হয়। তখনই অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার হয় সোনার পেস্ট। অন্তর্বাসের ভিতরে কাগজের মোড়কে রাখা ছিল ৫২৬ গ্রাম সোনার পেস্ট। শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকেরা জানান, ৫২৬ গ্রাম সোনার পেস্টের বর্তমান বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ৩০ লক্ষ ২০ হাজার টাকা। এই পেস্ট কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর পিছনে কারা রয়েছে, সে ব্যাপারে খালিল আব্দুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন শুল্ক দফতরের গোয়েন্দারা।

খালিল আব্দুলের ঘটনার রেশ কাটতে না কাটতে একই অভিযোগে ধরা আবু বাক্কার সিদ্দিকী। ব্যাংকক থেকে কলকাতাগামী SpiceJet-এর বিমান SG 46-এ এদিন সন্ধ্যাতেই কলকাতা বিমানবন্দরে নামে সিদ্দিকী। খালিল আব্দুলের মতোই শুল্ক দফতরের তল্লাশিতে তার পোশাকের ভিতর থেকে উদ্ধার হয় ৫৫৩ গ্রাম সোনার পেস্ট। শুল্ক দফতরের গোয়েন্দারা জানান, ৫৫৩ গ্রাম সোনার পেস্টের বর্তমান বাজারমূল্য ৩১ লক্ষ ৭৫ হাজার টাকা। এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কারা জড়িত রয়েছে, সে ব্যাপারে আবু বাক্কার সিদ্দিকীকেও জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা।

যদিও ৫০ লক্ষ টাকার বেশি সোনার পেস্ট উদ্ধার হলেই অভিযুক্তকে গ্রেফতার করা যায়। ৫০ লক্ষ টাকার কম সোনার পেস্ট উদ্ধার হলে অভিযুক্তকে গ্রেফতার করার আইন নেই। এদিন খালিল আব্দুল এবং আবু বাক্কার সিদ্দিকী- দুজনের থেকেই ৫০ লক্ষ টাকার কম মূল্যের সোনার পেস্ট উদ্ধার হয়েছে। তাই দীর্ঘ জিজ্ঞাসাবাদের শেষ পর্যন্ত দুজনকেই ছেড়ে দেওয়া হয় বলে শুল্ক দফতর সূত্রে খবর।

 

Next Article