Gold Price Today : কলকাতায় ফের বাড়ল সোনার দাম, রুপোর কী হাল! জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 18, 2022 | 12:10 PM

Gold Price Today : শনিবার ফের বাড়ল সোনার দাম। কিন্তু সস্তা হল রুপো। এদিন ১ কেজি রুপোর দাম হল ৬০ হাজারর ৯০০ টাকা।

Gold Price Today : কলকাতায় ফের বাড়ল সোনার দাম, রুপোর কী হাল! জেনে নিন
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

কলকাতা : গত কয়েকদিনে ধরে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। এদিনও সেই রীতি বজায় রেখে ফের বাড়ল সোনার দাম। শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৪০ টাকা। তবে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩০ টাকা। তবে সোনার দাম বাড়লেও এদিন কমল রুপোর দাম। ১ কেজি রুপোর দাম কমল ৬০০ টাকা।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৭৯ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২৩২ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৭৯০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৭,৯০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২১৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৭০৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,১৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২১,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৯০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকাল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১৭০ টাকা বেড়ে হয়েছিল ৪৭,৭৫০ টাকা। গতকাল ১ কেজি রুপোর দাম বেড়েছিল ৩৫০ টাকা। তবে এদিন তা কমল ৬০০ টাকা। বিশেষজ্ঞদের মতে, চার দশকের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমেরিকার ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্ক বেঞ্চমার্ক ইন্টারেস্ট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। তারপরেই আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে সোনার। তার প্রভাবে দেশীয় বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

এদিন বিশ্ব বাজারে এক লাফে অনেকটা বাড়ল সোনার দর। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৪০.৭৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

এক ধাক্কায় অনেকটা পড়েছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। শনিবার টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ১,৯৩৫.৩৫ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৫৬.৬৫ টাকা। আর আজ পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ২৩.৯০ টাকা।

Next Article