Golf Green: কেন বাড়ছে সম্পর্কের টানাপোড়েন, কেনই বা বাড়ছে নৃশংস ‘খুন’? গল্ফগ্রিনের কাটা মুণ্ড উদ্ধারের পর বলছেন কী বলছেন মনোবিদরা?

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 15, 2024 | 8:41 PM

Golf Green: গত দু'বছরের কয়েকটি নৃশংস খুনের ঘটনা।  এই প্রত্যেকটি ক্ষেত্রেই একটা মিল প্রেম, পরকীয়া এবং চরমতম পরিণতি খুন। এক মুহূর্ত ধৈর্য নেই। যাঁর প্রতি গভীর ভালবাসা তাকেই কিনা টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে!

Follow Us

কলকাতা: গলফগ্রিনে এক জায়গায় কাটা মুণ্ড, আর এক জায়গায় শরীরের বাকি অংশ। আর কেষ্টপুরে প্রেমিকার হাতে খুন হয়ে গেলেন এক সন্তানের মা! দু জায়গাতেই সম্পর্কের টানাপড়েনের জেরে মৃত্যুর অভিযোগ উঠছে। এধরনের নজির তো বাংলা তথা দেশে কম নয়! প্রেমের সম্পর্কের এমনই কিছু ভয়ঙ্কর পরিণতিতে নড়ে গিয়েছে গোটা দেশ!

প্রেমের সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি!

নভেম্বর, ২০২৪: ৭ মাসের অন্তঃস্বত্তা প্রেমিকাকে খুনের অভিযোগ ওঠে হরিয়ানার সোনপতের এক তরুণের বিরুদ্ধে।
জানুয়ারি, ২০২৪: বনগাঁর গোপালনগরে প্রেমিকাকে খুন করে রান্নাঘরে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।
ফেব্রুয়ারি, ২০২৩: দিল্লিতে নিক্কি যাদব খুন, খুন করে দেহ ফ্রিজে রাখে লিভ ইন পার্টনার
মে, ২০২২: লিভ ইন পার্টনার শ্রদ্ধাকে খুন আফতাবের, প্রেমিকাকে খুনের পর ৩৫ টুকরো করে ফ্রিজে!
১১ অক্টোবর, ২০২০: প্রেমের টানাপড়েন, চুঁচুড়ার বিষ্ণু মালকে ৬ টুকরো করে খুনের অভিযোগ!

গত দু’বছরের কয়েকটি নৃশংস খুনের ঘটনা।  এই প্রত্যেকটি ক্ষেত্রেই একটা মিল প্রেম, পরকীয়া এবং চরমতম পরিণতি খুন। এক মুহূর্ত ধৈর্য নেই। যাঁর প্রতি গভীর ভালবাসা তাকেই কিনা টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে! সোশাল মিডিয়া থেকে যোগাযোগ হচ্ছে এবং এতটা খারাপ ভাবে শেষ হচ্ছে সম্পর্ক।

দুনিয়ায় প্রায় ৫.২২ বিলিয়ন মানুষ সোশাল মিডিয়ায় ব্যবহার করেন। বিশ্বের প্রায় ৭০ শতাংশ মানুষের এই ধরনের জায়গায় অ্যাকাউন্ট আছে। যত ইন্টারনেট ব্যবহারকারী আছেন, তাঁদের ৯৫ শতাংশ সোশাল মিডিয়াকে ব্যবহার করছেন। মনোবিদরা বলছেন, হাতের নাগালে চ্যাটবক্সের মাধ্যমে একে অন্যের কাছাকাছি চলে আসছেন। যখন পাশের মানুষটি ঘুমিয়ে পড়ছেন তখন শুরু হয় চ্যাট। একে অন্যের প্রতি দুর্নিবার আকর্ষণ। আর সেখানে ব্যর্থতা এলেই চলে আসছে হিংস্রতা।

মনোরোগ বিশেষজ্ঞের মতে, কোনও কাঙ্খিত বস্তুটি যদি না পায়, তাহলে চরমতম পরিণতি হিসাবে তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। বিশেষজ্ঞরা তো সেদিকে ইঙ্গিত করছেন।

প্রেম যুক্তি মানে না। তা বলে প্রেমে ব্যর্থ হলে যাকে পেলাম না তাকে চিরতরে সরিয়ে দিতে হবে! সেটাই বিস্ময়ের।

কলকাতা: গলফগ্রিনে এক জায়গায় কাটা মুণ্ড, আর এক জায়গায় শরীরের বাকি অংশ। আর কেষ্টপুরে প্রেমিকার হাতে খুন হয়ে গেলেন এক সন্তানের মা! দু জায়গাতেই সম্পর্কের টানাপড়েনের জেরে মৃত্যুর অভিযোগ উঠছে। এধরনের নজির তো বাংলা তথা দেশে কম নয়! প্রেমের সম্পর্কের এমনই কিছু ভয়ঙ্কর পরিণতিতে নড়ে গিয়েছে গোটা দেশ!

প্রেমের সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি!

নভেম্বর, ২০২৪: ৭ মাসের অন্তঃস্বত্তা প্রেমিকাকে খুনের অভিযোগ ওঠে হরিয়ানার সোনপতের এক তরুণের বিরুদ্ধে।
জানুয়ারি, ২০২৪: বনগাঁর গোপালনগরে প্রেমিকাকে খুন করে রান্নাঘরে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।
ফেব্রুয়ারি, ২০২৩: দিল্লিতে নিক্কি যাদব খুন, খুন করে দেহ ফ্রিজে রাখে লিভ ইন পার্টনার
মে, ২০২২: লিভ ইন পার্টনার শ্রদ্ধাকে খুন আফতাবের, প্রেমিকাকে খুনের পর ৩৫ টুকরো করে ফ্রিজে!
১১ অক্টোবর, ২০২০: প্রেমের টানাপড়েন, চুঁচুড়ার বিষ্ণু মালকে ৬ টুকরো করে খুনের অভিযোগ!

গত দু’বছরের কয়েকটি নৃশংস খুনের ঘটনা।  এই প্রত্যেকটি ক্ষেত্রেই একটা মিল প্রেম, পরকীয়া এবং চরমতম পরিণতি খুন। এক মুহূর্ত ধৈর্য নেই। যাঁর প্রতি গভীর ভালবাসা তাকেই কিনা টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে! সোশাল মিডিয়া থেকে যোগাযোগ হচ্ছে এবং এতটা খারাপ ভাবে শেষ হচ্ছে সম্পর্ক।

দুনিয়ায় প্রায় ৫.২২ বিলিয়ন মানুষ সোশাল মিডিয়ায় ব্যবহার করেন। বিশ্বের প্রায় ৭০ শতাংশ মানুষের এই ধরনের জায়গায় অ্যাকাউন্ট আছে। যত ইন্টারনেট ব্যবহারকারী আছেন, তাঁদের ৯৫ শতাংশ সোশাল মিডিয়াকে ব্যবহার করছেন। মনোবিদরা বলছেন, হাতের নাগালে চ্যাটবক্সের মাধ্যমে একে অন্যের কাছাকাছি চলে আসছেন। যখন পাশের মানুষটি ঘুমিয়ে পড়ছেন তখন শুরু হয় চ্যাট। একে অন্যের প্রতি দুর্নিবার আকর্ষণ। আর সেখানে ব্যর্থতা এলেই চলে আসছে হিংস্রতা।

মনোরোগ বিশেষজ্ঞের মতে, কোনও কাঙ্খিত বস্তুটি যদি না পায়, তাহলে চরমতম পরিণতি হিসাবে তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। বিশেষজ্ঞরা তো সেদিকে ইঙ্গিত করছেন।

প্রেম যুক্তি মানে না। তা বলে প্রেমে ব্যর্থ হলে যাকে পেলাম না তাকে চিরতরে সরিয়ে দিতে হবে! সেটাই বিস্ময়ের।

Next Article