Government Holidays: দুধের স্বাদ ঘোলে! ছুটি দিয়ে কি সরকারি কর্মীদের ‘কুমির ছানা’ দেখাচ্ছে রাজ্য?

Sayanta Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 20, 2023 | 12:09 PM

Government Holidays: রাজ্যের বিরোধী শিবিরই বলছে, শিল্পে বিনিয়োগ টানতে ঘটা করে মুখ্য়মন্ত্রী শিল্প সম্মেলন করে চলেছে। আর রাজ্য সরকারি কর্মীদের গুচ্ছ গুচ্ছ ছুটি দিয়ে চলেছেন। যেখানে প্রতিবেশী রাজ্য গুলি সরকারি কর্মীদের ছুটি কমিয়ে কাজের গতি আনার চেষ্টা করছে, সেখানে মুখ্যমন্ত্রী বাংলার সরকারি কর্মীদের ছুটি বাড়াচ্ছেন

Government Holidays: দুধের স্বাদ ঘোলে! ছুটি দিয়ে কি সরকারি কর্মীদের কুমির ছানা দেখাচ্ছে রাজ্য?
সরকারি কর্মচারী (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ছট পুজোয় রাজ্যের দু’দিনের ছুটি। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ মন্তব্য করেছে, ছট পুজোয় দু’দিনের ছুটি কেন্দ্রীয় সরকার দেয় না, দেয় রাজ্য সরকারই। বাংলায় সরকারি কর্মীদের ছুটির তালিকায় অন্য সব রাজ্যের সরকারি কর্মীদের ইর্ষার কারণ, মন্তব্য মুখ্যমন্ত্রীর। আর তা নিয়ে বিতর্ক। কারণ এখনও রাজপথে বকেয়া ডিএ-এর দাবিতে ধরনায় বসে সরকারি কর্মীরা। তাঁদের বক্তব্য, দুধের স্বাদ আসলে ঘোলে মেটানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। ডিএ চেয়ে গলা শুকিয়ে গিয়েছে, আর মুখ্যমন্ত্রী ছুটির পর ছুটি দিয়ে যাচ্ছেন। তাঁদের প্রশ্ন, ছুটি দিয়ে কী হবে, যদি প্রাপ্ত বকেয়াটাই না পান তাঁরা। ডিএ-এর বদলে গুচ্ছ গুচ্ছ ছুটি পাচ্ছেন।

রাজ্যের বিরোধী শিবিরই বলছে, শিল্পে বিনিয়োগ টানতে ঘটা করে মুখ্য়মন্ত্রী শিল্প সম্মেলন করে চলেছে। আর রাজ্য সরকারি কর্মীদের গুচ্ছ গুচ্ছ ছুটি দিয়ে চলেছেন। যেখানে প্রতিবেশী রাজ্য গুলি সরকারি কর্মীদের ছুটি কমিয়ে কাজের গতি আনার চেষ্টা করছে, সেখানে মুখ্যমন্ত্রী বাংলার সরকারি কর্মীদের ছুটি বাড়াচ্ছেন। উৎসবের মরসুমে টানা ১৪ দিনের ছুটি শেষ হওয়ার পর ছট পুজোতেও টানা ২ দিনের ছুটি। বিরোধীদের বক্তব্য, যেভাবে কর্মদিবস কমে যাচ্ছে, তাতে শিল্প সম্মেলন করেও বিনিয়োগ আসবে না। গত কয়েক বছরের বিনিয়োগের পরিসংখ্যানেই তা স্পষ্ট।

এনআই অ্যাক্টে সারা বছরে ২২টা ছুটির কথা বলা রয়েছে। রাজ্য সরকার অতিরিক্ত ২৩ টা ছুটি দিচ্ছে, ভাইফোঁটায় ২ দিন, কালীপুজোয় ৩ দিন ছুটি, কিংবা ছট পুজোয় ২ দিন ছুটি। অর্থাৎ বাকি রাজ্যে সরকারি কর্মীরা ২২টা ছুটি পেলেও, বাংলায় সরকারি কর্মীরা ৪৫টা ছুটি পান। সরকারি দফতরের কাজই প্রশ্নের মুখে।

ডিএ আন্দোলনরত এক সরকারি কর্মী বলেন, “আমরা তো সরকারি কর্মী। আমরা অকারণে ছুটি চাই না। আমরা বাড়তি ছুটি চাই না। ওঁ যদি কেন্দ্রের সঙ্গে ছুটিই তুলনা করে, ডিএ- নিয়ে কেন তুলনা করছেন না? বাকি রাজ্যগুলো তো অন্ততপক্ষে কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে ডিএ দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর সেদিকে কোনও নজর নেই। তাহলে ছুটি দিয়ে আমাদের কী হবে?” আরেক সরকারি কর্মী মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, “আপনি ছুটি দেন, আর কেন্দ্র ডিএ। আপনি তো ছুটি দিয়ে আমাদের কুমির ছানা দেখাচ্ছেন। ”

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী ছুটি দেন, বেতন, ডিএ দেন না। কেন্দ্র বেতন দেয়। ছুটি আছে, তাই বাকি সব রসাতলে যাচ্ছে। “

Next Article