কলকাতা: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ, রবিবার কলকাতায় ফিরেছেন তিনি। এদিকে, তাঁর হাতে বঞ্চিত মানুষদের ২০ লক্ষ চিঠি তুলে দেওয়ার জন্য রাজভবনের সামনে ৪ দিন ধরে ঠায় বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে জানালেন, তাঁর সঙ্গে দেখা করার অর্থাৎ অ্যাপয়েন্ট নেওয়ার কোনও অনুরোধ এখনও পাননি তিনি। কলকাতায় তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে তিনি দেখা করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যেই দার্জিলিং-এ গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এসেছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেখানে গিয়ে তৃণমূলের নেতারা কলকাতায় প্রতিনিধিদের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছেন। কলকাতায় ফিরে নিজেই এ কথা জানালেন আনন্দ বোস। তবে তাঁর সঙ্গে দেখা করার কিছু নিয়মকানুন রয়েছে। সেগুলো দেখে নিয়ে তারপরই সিদ্ধান্ত বলে ইঙ্গিত রাজ্যপালের।
তবে রাজ্যপাল এদিন বলেন, যে কেউ রাজভবনে আসতে পারেন ভোর ৪ টে থেকে রাত ১১ টা পর্যন্ত। আমি ওখানেই থাকি। আমি ডিউটিতে থাকি। তৃণমূলের তিনজন প্রতিনিধি রাজ্যপালকে যে বক্তব্য জানিয়েছেন, সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমি এক পক্ষের কথা শুনেছি। অন্য পক্ষেরও কিছু বলার আছে।” তবে বাংলার যাতে ভাল হয়, সে কথা দিল্লিতে জানাবেন বলে উল্লেখ করেছেন রাজ্যপাল।
এদিকে, উত্তরবঙ্গে যে বিক্ষোভের মুখে রাজ্যপালকে পড়তে হয়েছে, সেই উল্লেখও করেছেন তিনি। আনন্দ বোস জানান, তিনি তৃণমূলের প্রতিনিধিদের বলেছেন, “আপনারা আসতে বলেছেন। আর আপনার লোকেরা বলছেন গো ব্যাক।” তবে রাজ্যপালের সঙ্গে দেখা না করে ধরনা মঞ্চ ছাড়তে নারাজ অভিষেক।