কলকাতা: রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে হিংসার বিরুদ্ধে সংগ্রামের বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলা থেকে হিংসা, দুর্নীতি মুক্ত করা হবে বলে বার্তা দেন তিনি। এবার কিছুটা আগে থেকেই পুজোর আবহ বাংলায়। মহালয়ার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে পুজোর উদ্বোধন। দর্শনার্থীরাও ধীর পায়ে প্যান্ডেলমুখী।
এই আবহে বাঙালির শ্রেষ্ঠোৎসবে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আজ মাকে সাক্ষী রেখে চলুন শপথ নিই ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। পুরাণ বলে, ভ্রষ্টাচার হল রক্তবীজ। আর হিংসা হল মহিষাসুর। যেমনভাবে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। আমরা সেভাবেই ভ্রষ্টাচারকে শেষ করব। ভগবান কৃষ্ণের মতো হিংসাকে বধ করব।” দুর্গা দুর্গতিনাশিনী স্তবও শোনা যায় রাজ্যপালের কণ্ঠে।
অন্যদিকে সোমবার কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন বলেন, কোনও রাজনীতির কথা তিনি বলবেন না। আবার যখন আসবেন, তখন রাজনীতির কথা বলবেন। আর বাংলায় পরিবর্তনের জন্য যা করতে হয় তাই করবেন। সেই সঙ্গে তিনি জানান, মা দুর্গার কাছে প্রার্থনা, বাংলায় যাতে দুর্নীতি, অত্যাচার, অন্যায় খুব তাড়াতাড়ি শেষ হয়।