Kolkata Airport: কৈখালির দিক থেকেই বিপদসঙ্কেত, মাঝ আকাশে বিমান নিয়ে বিভ্রান্ত পাইলট

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Apr 26, 2024 | 12:06 AM

Kolkata Airport: এদিন বিমান অবতরণের পর বিমান কর্তৃপক্ষ বিমানবন্দর ব্যবস্থাপককে ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ করে। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিষয়টি জানায়। বিমানবন্দর সংলগ্ন এলাকায় লেজার আলোর ব্যবহার সম্পূর্ণ বন্ধ।

Kolkata Airport: কৈখালির দিক থেকেই বিপদসঙ্কেত, মাঝ আকাশে বিমান নিয়ে বিভ্রান্ত পাইলট
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা: আবারও বিমানের ককপিটে লেজার আলোর খেলা। বারবার এক ঘটনা। চোখ ধাঁধিয়ে গেল পাইলটের। পুলিশ প্রশাসন করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কৈখালির দিক থেকে আসা সেই আলোয় বড় বিপদ হতে পারত।

বৃহস্পতিবার তখন সন্ধ্যা ৭টা ৩৩। বাগডোগরা থেকে কলকাতাগামী ইন্ডিগো ৬ই ৬১৩৫ বিমান বিমানবন্দর থেকে কিছুটা দূরে। সেই সময় কৈখালির দিকে ককপিটে সবুজ আলোর ঝলকানি দেখা যায়। তাতেই দিক নির্ণয়ে বিভ্রান্ত হন পাইলট।

সেই তথ্য দিয়ে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। সেইমতো এটিসি বিমানটিকে নিরাপদে অবতরণ করায়। বিমানে ছিলেন ১৮৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু। সকলকে নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে ঠিকই। কিন্তু বারবার কেন এমন ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিন বিমান অবতরণের পর বিমান কর্তৃপক্ষ বিমানবন্দর ব্যবস্থাপককে ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ করে। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিষয়টি জানায়। বিমানবন্দর সংলগ্ন এলাকায় লেজার আলোর ব্যবহার সম্পূর্ণ বন্ধ। তারপরও কীভাবে এই আলোর ব্যবহার হয় তা নিয়ে প্রশ্ন উঠছে।

Next Article