কলকাতা: প্রথমে ঠিক করেছিলেন মাতঙ্গিনী মূর্তির সামনে রাতভর ধরনায় বসবেন। তবে পুলিশের সঙ্গে কথা বলে আপাতত নিজেদের অবস্থান থেকে সরলেন গ্রুপ ডি কর্মপ্রার্থীরা। তবে কাজ না হলে বড়সড় আন্দোলনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ২০১৭ সালের রাজ্য গ্রুপ ডি ওয়েটিং কর্মপ্রার্থীরা দীর্ঘদিন ধরে নিয়োগের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। তাঁদের অভিযোগ, আন্দোলনে নামলেই পুলিশ এসে সরকার পক্ষের সঙ্গে বসে আলোচনার আশ্বাস দেয়। কিন্তু বাস্তবে তার কোনও প্রতিফলন থাকে না।
শনিবার লক্ষ্মীপুজোর দিনও সেইমতোই প্রতিবাদ আন্দোলন শুরু করে। আন্দোলনকারীদের বক্তব্য, দুর্নীতির অভিযোগে নেতামন্ত্রীরা জেলে আছেন ঠিকই। কিন্তু চাকরিপ্রার্থীরা চাকরি পাচ্ছেন কই? এদিকে বিকাল ৪টের পর আদালতের নির্দেশকে মান্যতা দিয়েই আন্দোলনকারীদের উঠে যেতে বলে পুলিশ। প্রথমে চাকরিপ্রার্থীরা রাজি না হলেও পরে উঠে যান।
এক চাকরিপ্রার্থী আশিস খামরুই বলেন, “পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে সরকারপক্ষের সঙ্গে আলোচনার ব্যবস্থা করে দেবে। তবে এর আগেও এমন আশ্বাস পেয়েছি। খারাপ লাগে যে এটা আশ্বাস হয়েই থেকে যায়। গত ১৯ তারিখও আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ২৮ তারিখ ২টোয় সাক্ষাৎ করানো হবে। আমরা বঞ্চিত কর্মপ্রার্থীরা এলাম। কিন্তু এসে শুনলাম আজও বসা হচ্ছে না। তবে বলেছেন আগামিকাল সাক্ষাৎ করাবেন। ময়দান থানার অফিসাররা ছিলেন। তবে রবিবার যদি না বসা হয় আমাদের লাগাতার কর্মসূচি চলবে।”