Youth Death In Kolkata: গুটখার দাম নিয়ে গন্ডগোল, গিরিশ পার্কে কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে

Susovan Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 28, 2023 | 7:19 PM

Girish Park Youth Death: জানা গিয়েছে, গত ২৬ তারিখ চন্দন প্রতাপ কুরি ও আকাশ প্রতাপ কুরি নামের দুই কিশোরকে যায় গিরিশ পার্ক থানা এলাকার একটি দোকানে গুটখা কিনতে। অভিযোগ, পাঁচ টাকার গুটখার দাম বিক্রেতা চায় দশ টাকা। কেন অতিরিক্ত টাকা চাইছে দোকানদার সেই নিয়ে প্রশ্ন করে আকাশ।

Youth Death In Kolkata: গুটখার দাম নিয়ে গন্ডগোল, গিরিশ পার্কে কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে
মৃত যুবকের দাদা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: গুটখা কিনতে গিয়ে টাকা নিয়ে গণ্ডগোল। এক কিশোর বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিক্রেতার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা খতিয়ে দেখছে গিরিশ পার্ক থানার পুলিশ।

জানা গিয়েছে, গত ২৬ তারিখ চন্দন প্রতাপ কুরি ও আকাশ প্রতাপ কুরি নামের এক কিশোর ও এক যুবক যায় গিরিশ পার্ক থানা এলাকার একটি দোকানে গুটখা কিনতে। অভিযোগ, পাঁচ টাকার গুটখার দাম বিক্রেতা চায় দশ টাকা। কেন অতিরিক্ত টাকা চাইছে দোকানদার সেই নিয়ে প্রশ্ন করে আকাশ। অভিযোগ দোকানদার তখনই চড়াও হয় ওই কিশোরের উপর। আকাশের দাদার দাবি, বিক্রেতা একটি লাঠি এনে আকাশকে মারার পাশাপাশি তাঁকে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর জখম হয় বছর সতেরোর ওই কিশোর। এরপর এসএসকেএম হাসপাতালে তাঁকে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমেছে গিরিশ পার্ক থানার পুলিশ।

মৃতের দাদা চন্দন প্রতাপ কুড়ি বলেন, “ভাই দোকানে ৫ টাকার গুটখা কিনেছিল। দোকানদার দশ টাকা চাইতে ভাই প্রশ্ন করে কেন পাঁচ টাকা বেশি চাইছে। তারপর ভাইকে গালিগালাজ করে। ভাই আমায় ডাকে। আমি যাওয়ার পর ভাইয়ের পাশাপাশি আমাকেও মারধর করল দোকানদার।”

Next Article