Facebook Account Hack: ‘হ্যাক’ আলিপুর হাওয়া অফিসের ফেসবুক অ্যাকাউন্ট, আবহাওয়ার আপডেট নিয়ে চিন্তায় নেটিজেনরা

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Nov 04, 2023 | 12:01 PM

Facebook Account Hack: ঘটনায় আলিপুর হাওয়া অফিসের তরফে অভিযোগ জানানো হয়েছে লালবাজার সাইবার ক্রাইম শাখায়। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৌসম ভবনের কর্মীদের।

Facebook Account Hack: ‘হ্যাক’ আলিপুর হাওয়া অফিসের ফেসবুক অ্যাকাউন্ট, আবহাওয়ার আপডেট নিয়ে চিন্তায় নেটিজেনরা
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কেমন থাকবে সকালের আকাশ, কেমনই বা কাটবে সন্ধ্যা, বৃষ্টির পূর্বাভাস আছে নাকি দেখা মিলবে রোদ ঝলমলে আকাশের? দিবারাত্র এই সমস্ত আপডেট যারা দেয়, সেই আলিপুর আবহাওয়া দফতরের ফেসবুক অ্যাকাউন্ট হ্য়াক হয়ে গিয়েছে বলে খবর। এই ফেসবুকেই আবহাওয়ার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়ে থাকে হাওয়া অফিসের তরফে। সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরেই অ্যাকাউন্টটি আর ব্যবহার করতে পারছিলেন না আবহাওয়া দফতরের কর্মকর্তারা। স্পষ্টই দেখা যায় অ্যাকাউন্টটি অন্য কোনও ব্যক্তির দখলে চলে গিয়েছে। তাতেই উদ্বেগ বাড়ছিল হাওয়া অফিসের অন্দরের।

ইতিমধ্যেই ঘটনায় আলিপুর হাওয়া অফিসের তরফে অভিযোগ জানানো হয়েছে লালবাজার সাইবার ক্রাইম শাখায়। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৌসম ভবনের কর্মীদের। এদিকে ইতিমধ্যেই আবার আরও একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয় আলিপুুর হাওয়া অফিসের তরফে। যদিও সেটাও হ্যাক হয়ে যায় বলে খবর। 

অভিযোগ, অ্যাকাউন্ট থেকে কেউ বা কারা বিভিন্ন উল্টোপাল্টা পোস্ট করছেন। তাতেই বিভ্রান্তি তৈরি হচ্ছে ফলোয়ার্সদের মধ্যে।  সবত্রের খবর, ভিয়েতনামের কোনও একটি অ্যাকাউন্ট থেকে আলিপুরের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তবে সেটা কলকাতা নাকি ভিয়েতনাম, কোন জায়গা থেকে চালানো হচ্ছে সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 

Next Article