CPIM-TMC: তৃণমূল অগণতান্ত্রিক, দুর্নীতিতে ভরা, কখনোই বিজেপির বিকল্প নয়: ইয়েচুরি

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Nov 04, 2023 | 11:57 AM

CPIM: ইন্ডিয়া ব্লকের অন্যতম শরিক দল সিপিএমের এই আক্রমণের কড়া জবাব দিয়েছে রাজ্যের শাসক শিবিরও। তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ পাল্টা, বাংলায় বিজেপি ও সিপিএমের আঁতাতের তত্ত্ব উস্কে দিয়েছেন।

CPIM-TMC: তৃণমূল অগণতান্ত্রিক, দুর্নীতিতে ভরা, কখনোই বিজেপির বিকল্প নয়: ইয়েচুরি
মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বঙ্গ রাজনীতিতে ইতিমধ্যেই লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। চলছে রাজনীতির ঘুঁটি সাজানোর পালা। বিজেপির বিরুদ্ধে লড়াই জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে বিরোধীদের দলগুলির ‘ইন্ডিয়া’ জোট। সেই বিরোধী ব্লকে অন্যতম দুই দল তৃণমূল ও সিপিএম। কিন্তু প্রাদেশিক রাজনীতির সমীকরণ ঘিরে বার বার প্রশ্ন উঠেছে। এরই মধ্যে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি একহাত নিলেন তৃণমূল শিবিরকে। তাঁর স্পষ্ট বক্তব্য়, বাংলায় তৃণমূল কখনও বিজেপির বিকল্প হতে পারবে না।

ঘাসফুল শিবিরকে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে সীতারাম ইয়েচুরি বলেন, “তৃণমূল একটি চূড়ান্ত অগণতান্ত্রিক দল। এই দলের মধ্যে প্রচুর দুর্নীতি ঢুকে রয়েছে। এরা আগেও কখনও বিজেপির বিকল্প ছিল না, আগামীতেও হতে পারবে না। এরা আগেও এনডিএ জোটের শরিক ছিল। এখন তারা আমাদের সকলের সঙ্গে মিলে বিজেপিকে হারাতে চাইছে। ঠিক আছে, তাতে আপত্তি নেই। কিন্তু বাংলায় কখনও বিজেপির বিকল্প হতে পারে না তৃণমূল।”

ইন্ডিয়া ব্লকের অন্যতম শরিক দল সিপিএমের এই আক্রমণের কড়া জবাব দিয়েছে রাজ্যের শাসক শিবিরও। তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ পাল্টা, বাংলায় বিজেপি ও সিপিএমের আঁতাতের তত্ত্ব উস্কে দিয়েছেন। তাঁর বক্তব্য়, “বাংলায় বিজেপির বড় দালাল হল সিপিএম। সিপিএমের ভোটেই বিজেপি বেড়েছে। বিজেপি যখন সঙ্কটে পড়েছে, চিরকাল হাত বাড়িয়েছে সিপিএম। ধূপগুড়িতে এরা মাত্র পাঁচ শতাংশ ভোট পেয়েছে। এরা ঠিক করবে কী হবে? আমাদের সিপিএমকে লাগবে না। ওরা বিজেপির দালাল, বিজেপির বি টিম।”

উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের কথা বলা হলেও, বার বার প্রশ্ন উঠেছে বাংলার প্রাদেশিক সমীকরণ নিয়ে। বঙ্গ রাজনীতি তৃণমূল ও সিপিএম কেউই কাউকে ছেড়ে কথা বলছে না। আর এবার সীতারাম ইয়েচুরির আক্রমণ ও কুণালের পাল্টায় সেই ছবিটা আরও একবার স্পষ্ট হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Next Article