Jadavpur University: যাদবপুরকে কর্মসমিতির বৈঠক ডাকতে বাধা উচ্চশিক্ষা দফতরের, আবার কী হল

সুমন মহাপাত্র | Edited By: Soumya Saha

Nov 04, 2023 | 11:07 AM

Jadavpur University: উচ্চশিক্ষা দফতর জানিয়ে দিয়েছেস এই বৈঠক ডাকা কার্যত নিয়মভঙ্গের সমান। কিন্তু কেন এই আপত্তি রাজ্যের উচ্চশিক্ষা দফতরের? সরকারের যুক্তি, বুদ্ধদেব সাউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নন। তাই তিনি কর্মসমিতির বৈঠক ডাকতে পারেন না।

Jadavpur University: যাদবপুরকে কর্মসমিতির বৈঠক ডাকতে বাধা উচ্চশিক্ষা দফতরের, আবার কী হল
বুদ্ধদেব সাউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) এবার নয়া বিতর্ক। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এবার কর্মসমিতির বৈঠক ডাকতে বাধা রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের। শনিবারই যাদবপুরের কর্মসমিতির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চশিক্ষা দফতর জানিয়ে দিয়েছেস এই বৈঠক ডাকা কার্যত নিয়মভঙ্গের সমান। কিন্তু কেন এই আপত্তি রাজ্যের উচ্চশিক্ষা দফতরের? সরকারের যুক্তি, বুদ্ধদেব সাউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নন। তাই তিনি কর্মসমিতির বৈঠক ডাকতে পারেন না। এই মর্মেই বার্তা পাঠানো হয়েছে বিকাশ ভবন থেকে।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছেছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্তও। উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। সেই মামলা এখনও বিচারাধীন। আর এরই মধ্যে যাদবপুরের কর্মসমিতির বৈঠক ডাকাকে কেন্দ্র করে আপত্তির কথা জানিয়ে দিল বিকাশ ভবন। উচ্চ শিক্ষা দফতর তরফে যাদবপুরের রেজিস্ট্রারকে ইতিমধ্যেই চিঠি দিয়ে সেই আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির অচলাবস্থা কাটাতে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সি ভি আনন্দ বোস অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। যাদবপুরের উপাচার্যের দায়িত্ব পালনের ভার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউ। তিনি রাজ্যপাল নিযুক্ত যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য। বুদ্ধদেব সাউ যাদবপুরের দায়িত্ব নেওয়ার পর, এর আগেও কর্মসমিতির বৈঠক হয়েছে। আজও বিকেল পাঁচটায় যাদবপুরে অনলাইনে একটি কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু উচ্চ শিক্ষা দফতরের থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বুদ্ধদেব সাউয়ের আজকের ডাকা বৈঠক ২০১৯ সালের বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী।

বিষয়টি নিয়ে যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার কাছে এই সংক্রান্ত কোনও চিঠি আসেনি এখনও পর্যন্ত। আমার কাছে উপাচার্যের দায়িত্ব পালন করার সব অধিকার দেওয়া আছে। যা হবে আইন মেনেই হবে।”

Next Article