Haimanti Ganguly Exclusive: গোপালের সঙ্গে এক ছাদের তলায় থেকেও কিছুই জানলেন না? উত্তরে হৈমন্তী বললেন…

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 04, 2023 | 7:18 PM

Haimanti Ganguly: হৈমন্তীর বক্তব্য, গোপাল দলপতির সঙ্গে কথা প্রসঙ্গেও কোনওদিন তাপস মণ্ডল বা অন্য কারও নাম শোনেননি তিনি। বললেন, পারিবারিক বিষয়ে এবং নিজের কাজের বিষয়ে কথাবার্তা বলতেন গোপালবাবুর সঙ্গে। কিন্তু বাকি এসব বিষয়ে কোনও আলোচনা হয়নি তাঁদের।

Haimanti Ganguly Exclusive: গোপালের সঙ্গে এক ছাদের তলায় থেকেও কিছুই জানলেন না? উত্তরে হৈমন্তী বললেন...
হৈমন্তী গঙ্গোপাধ্যায়

Follow Us

কলকাতা: কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখে তাঁর নাম উঠে আসার পর থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly)। তিনি গোপাল দলপতির (Gopal Dalapati) স্ত্রী। নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে গোপালবাবুরও। গোপাল দলপতির সঙ্গে তাপস মণ্ডল বা কুন্তলদের যোগাযোগের কিছুই জানতেন না তিনি। টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমনই দাবি করলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। বললেন, ‘যাঁরা আমার নাম নিয়েছে, মূলত কুন্তল ঘোষ… আমি তাঁকে কোনওভাবে জানি না, চিনিও না। আমি বুঝতেই পারছি না আমার নাম এল কীভাবে?’

এমনকী গোপাল দলপতির সঙ্গে কথা প্রসঙ্গেও কোনওদিন তাপস মণ্ডল বা অন্য কারও নাম শোনেননি তিনি। বললেন, পারিবারিক বিষয়ে এবং নিজের কাজের বিষয়ে কথাবার্তা বলতেন গোপালবাবুর সঙ্গে। কিন্তু বাকি এসব বিষয়ে কোনও আলোচনা হয়নি তাঁদের। হৈমন্তীর কথায়, ‘আমরা একসঙ্গে বেশিদিন থাকিনি। উনি কাজের সূত্রে বাইরে বাইরে থাকতেন। আমিও কাজের সূত্রে বাইরে বাইরে কাটাতাম। একসঙ্গে সময় খুব কম সময় কাটিয়েছি আমরা।’ সেই কারণে গোপাল দলপতির সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়নি বলেই দাবি হৈমন্তীর।

গোপাল দলপতির স্ত্রী হৈমন্ত্রীর বক্তব্য, ‘আমি ছিলাম বিনোদন জগতের উপর ইন্টারেস্টেড। শুরু থেকেই এটা নিয়ে আমার একটা আলাদা জগৎ ছিল। নিজেকে কীভাবে গ্রুম করব, সেসবের পিছনে আমি বেশি ব্যস্ত ছিলাম। আমি নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকতাম।’ তবে হৈমন্তী বলছেন, গোপাল দলপতি যে এসবের মধ্যে যুক্ত থাকতে পারেন, এমনটা মনে করেন না তিনি। যদিও গোটা বিষয়টি সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা দেখবে বলে জানান তিনি। হৈমন্তীর কথায়, ‘আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। আপনারা সব তথ্য যাচাই করে নিন। আমার এইসব বিষয়ের সঙ্গে কোনও যোগ নেই।’

Next Article