Suicide in Kolkata: তিলজলায় ফ্ল্যাট থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার, পাওয়া গেল সুইসাইড নোট

Susovan Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Sep 20, 2023 | 7:29 PM

Suicide in Kolkata: মৃত পড়ুয়ার নাম ইস্পিতা ঘোষ। বয়স ১৮। মানসিক অবসাদের কারণেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে অনুমান পুলিশের। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ নিজের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। সেখানে মানসিক অবসাদের কথা উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Suicide in Kolkata: তিলজলায় ফ্ল্যাট থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার, পাওয়া গেল সুইসাইড নোট
ইপ্সিতা ঘোষ
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: তিলজলার ফ্ল্যাট থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। ঘটনায় জোর শোরগোল তিলজলার পিকনিক গার্ডেন এলাকায়। মৃত পড়ুয়ার নাম ইপ্সিতা ঘোষ। বয়স ১৮। মানসিক অবসাদের কারণেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে অনুমান পুলিশের। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ নিজের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। সেখানে মানসিক অবসাদের কথা উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

সূত্রের খবর, কিশোর সংঘ ক্লাবের কাছে একটি চারতলা আবাসনের ফার্স্ট ফ্লোরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন ওই যুবতী। শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেলে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। চলতি বছরেই পাশ করেছেন উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাঁর বাড়ি নবদ্বীপে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরেই চলে আসেন কলকাতায়। শুরু করেন ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি। 

ওই ঘরে তাঁর সঙ্গে আরও এক মেয়ে থাকত বলে খবর। কিন্তু, কিছুদিন আগেই তিনি ঘর ছেড়ে চলে যান। তারপর থেকে একাই থাকতেন তিনি। পুলিশের ধারণা, একাকিত্বই রয়েছে তাঁর মৃত্যুর মূলে। দেহ উদ্ধারের পরেই খবর দেওয়া হয় যুবতীর পরিবারে। খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া পাড়াতেও। হাসপাতালে মৃত ঘোষণার পরেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় তিলজলা থানার পুলিশ।

Next Article