কলকাতা: হাঁসখালি মামলায় কলকাতা হাইকোর্টে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। উল্লেখ থাকছে ২০ জনের বেশি সাক্ষীকে জিজ্ঞাসাবাদের কথা। মুখ বন্ধ খামে তদন্তের অগ্রগতি নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতার ছেলে মূল অভিযুক্তকে। গ্রেফতার করা হয়েছিল আরও বেশ কয়েকজনকে। নাবালক-সহ আরও তিন জনকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারকে হুমকি ও তদন্ত ভুল পথে চালিত করার অভিযোগ রয়েছে।
হাঁসখালি কাণ্ডে বিজেপি একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছিল। সেই কমিটির এক সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আবেদন জমা পড়েছে। অভিযোগ, বিজেপির টিমের এক সদস্য নাবালিকার পরিচয় প্রকাশ্যে এনেছেন। তাই বিরুদ্ধে পদক্ষেপ।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাঁসখালির ঘটনার পরই তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। ঘটনার পাঁচ দিন পর অভিযোগ দায়ের হয়। তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন। তবে এ ক্ষেত্রে পুলিশি তদন্তে গাফিলতি ছিল বলে উল্লেখ করা হয় আদালতে।
আগেই এই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে। সব দিক খতিয়ে দেখেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। স্থানীয় পুলিশকে তদন্ত সংক্রান্ত সব রিপোর্ট অবিলম্বে সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। তদন্তের সব নথি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে রাজ্য পুলিশ।
ঘটনার প্রেক্ষাপট
এপ্রিলের মাঝামাঝি সময়ে নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা গোটা রাজ্যে তোলপাড় ফেলে দেয়। বন্ধুর বার্থ ডে পার্টিতে গিয়ে ‘গণধর্ষণে’ শিকার হতে হয় বছর চোদ্দোর এক কিশোরীকে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেই রাতেই মৃত্যু হয় কিশোরীর। দেহ জবরদস্তি জ্বালিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনায় নাম জড়িয় প্রভাবশালী তৃণমূল নেতার ছেলের। গ্রেফতার হয় সে। এই তদন্তে