‘শুভ জন্মদিন কমরেড’, রবীনের কথায় বুদ্ধের মুখে হাসি
“এই যে নন্দন, নজরুল মঞ্চ, এ জি সি বোস রোডের ফ্লাইওভার দেখছ, কে বানিয়েছে? সবই তো ওঁ (Buddhadeb Bhattacharjee) করেছে।”
কলকাতা: আজ তিনি ৭৭ (Buddhadeb Bhattacharjee 77)। সেই উপলক্ষেই সোমবার সকাল থেকেই পাম এভিনিউয়ের এক তলার ফ্ল্যাটে ছিল অতিথি সমাগম। ফুলের তোড়া, মিষ্টি সহযোগে শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন একের পর এক শুভাকাঙ্খীরা। দেখা করে গিয়েছেন প্রতিবেশী প্রদীপ ভট্টাচার্যও। কমরেডের জন্মদিনে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) বাড়িতে গিয়েছিলেন রবীন দেবও (Rabin Deb)। সতীর্থকে দেখেই বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে অম্লান হাসি। ‘শুভ জন্মদিন কমরেড’, রবীনের মুখে শুভেচ্ছা বার্তা শুনে হাসি আরও চওড়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
রবিবাসরীয় ব্রিগেডে যাওয়ার ইচ্ছা থাকলেও শরীর সঙ্গ দেয়নি। চিকিৎসকের অনুমতি না পাওয়ায় গৃহবন্দিই থেকেছেন। ‘ব্রিগেডে না যাওয়ার মানসিক যন্ত্রণার কথা’ পার্টি কমরেডদের জানিয়েওছেন তিনি।
জন্মদিনের সকালে ব্রিগেডের ছবি দেখেছেন খবরের কাগছে। রবীন দেব নিজে তাঁর মোবাইল থেকে জনসভার জনসমাগমের ছবি তাঁকে দেখিয়েছেন। শরীর এতোটাই অসুস্থ যে উঠে বসতে পর্যন্ত পারেননি। রবীন দেবের সঙ্গে যাবতীয় যা আলাপচারিতা হয়েছে, গোটা সময়টা নিজের একলা ঘরের ওই বিছানাতে শুয়েই কাটিয়েছেন বুদ্ধ।
আরও পড়ুন: ‘বিজেপি বিরোধিতায় সিপিএম নমনীয়’, মমতার অভিযোগেই কার্যত শিলমোহর দীপঙ্করের
রবীন দেবের কথায়, “কবি, লেখক, শিক্ষক, সুবক্তা, সর্বক্ষণের পার্টি কর্মী, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতেরর মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সর্বোপরি রাজ্যের অভিভাবক থেকেছেন তিনি। কোনও দিন দেখিনি জন্মদিনকে স্পেশাল ভাবে উদযাপন করেছেন।”
রাজ্যের অভিভাবক হিসেবে সংস্কৃতি মনস্ক বুদ্ধেদেবের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে রবীন দেব বলেন, “এই যে নন্দন, নজরুল মঞ্চ, এ জি সি বোস রোডের ফ্লাইওভার দেখছ, কে বানিয়েছে? সবই তো ওঁ করেছে।” খানিক হেসে রাজ্যের বর্তমান প্রশাসনিক প্রধানকে তাঁর কটাক্ষ, “এখন শুধু নীল সাদা রং করা হচ্ছে।”
প্রসঙ্গত, প্রতিদিনের মতো আজও চেকআপ হয়েছে বুদ্ধদেবের। পেস্ট করেছে খাওয়ানো হয়েছে টিফিন। জন্মদিনের মেনুতে রাখার চেষ্টা করা হয়েছে বুদ্ধবাবুর পছন্দের ইলিশ, ভেটকিও। উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আজ জন্মদিন আরও এক কমিউনিস্ট নেতার। ১৯৪৪ সালের ১ মার্চ জন্মেছিলেন সিপিআইএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাসও (Anil Biswas CPIM)।