AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছবি: বসন্তের ব্রিগেডে কালো মাথার ভিড় আর লাল-নীল-সবুজের মেলা

ব্রিগেড। একুশের নির্বাচনের আগে প্রথম ব্রিগেড। মঞ্চে বাম-কংগ্রেস-আব্বাস আর রাস্তাজুড়ে অগণিত সমর্থকরা। দেখে নেওয়া যাক, এই ব্রিগেডের টুকরো ছবি...

| Updated on: Mar 01, 2021 | 12:36 AM
Share
আরও একটা ব্রিগেড। বিধানসভা নির্বাচনের আগে এক মঞ্চে বাম-কংগ্রেস-আব্বাস। কংগ্রেসের সঙ্গে এখনও আসন রফা হয়নি। তার আগেই মমতার বিরুদ্ধে আওয়াজ তুলল 'সংযুক্ত মোর্চা।' রাজনৈতিক নেতাদের ভিড় ছিল মঞ্চে। এ বারের ব্রিগেডে বক্তব্য পেশ করেন, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী, ভূপেশ বাঘেল, আব্বাস সিদ্দিকি, দেবলীনা হেমব্রম-সহ আরও অনেকে।

আরও একটা ব্রিগেড। বিধানসভা নির্বাচনের আগে এক মঞ্চে বাম-কংগ্রেস-আব্বাস। কংগ্রেসের সঙ্গে এখনও আসন রফা হয়নি। তার আগেই মমতার বিরুদ্ধে আওয়াজ তুলল 'সংযুক্ত মোর্চা।' রাজনৈতিক নেতাদের ভিড় ছিল মঞ্চে। এ বারের ব্রিগেডে বক্তব্য পেশ করেন, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী, ভূপেশ বাঘেল, আব্বাস সিদ্দিকি, দেবলীনা হেমব্রম-সহ আরও অনেকে।

1 / 5
রবিবাসরীয় সব পথ ছিল ব্রিগেডমুখী। জোটের ব্রিগেডে নাচে-গানে-স্লোগানে রঙিন রাজপথ। সূর্য উঠতেই কাঁধে ঝাণ্ডা দিয়ে ব্রিগেডের পথে আম আদমিরা। হাওড়া স্টেশনে ঢাক বাজল। শিয়ালদা স্টেশনে টুম্পা। কেউ কেউ আবার হাতে তুলে নিলেন ডান্ডিয়া। সব মিলিয়ে জমজমাট একুশের নির্বাচনের আগে প্রথম ব্রিগেড।

রবিবাসরীয় সব পথ ছিল ব্রিগেডমুখী। জোটের ব্রিগেডে নাচে-গানে-স্লোগানে রঙিন রাজপথ। সূর্য উঠতেই কাঁধে ঝাণ্ডা দিয়ে ব্রিগেডের পথে আম আদমিরা। হাওড়া স্টেশনে ঢাক বাজল। শিয়ালদা স্টেশনে টুম্পা। কেউ কেউ আবার হাতে তুলে নিলেন ডান্ডিয়া। সব মিলিয়ে জমজমাট একুশের নির্বাচনের আগে প্রথম ব্রিগেড।

2 / 5
ব্রিগেডের উদ্দেশে ছাত্র যুবরা গান বেঁধেছিল, "২৮ তারিখ দিন চল ব্রিগেড চল।" টুম্পা সোনার প্যারোডি নিয়ে জোর বিতর্ক হয়েছিল। কিন্তু সেই বিতর্ক ছাড়িয়ে মঞ্চে ফির এল গণসঙ্গীতই। গান-স্লোগানের সংস্কৃতিতে মঞ্চে উত্তাপ বাড়ল। চড়া রোদ, তবু ব্রিগেডে শ্রোতার অভাব নেই। একে একে সূর্যকান্ত, অধীর, আব্বাসদের বক্তব্যে দেখা গেল সেই পুরনো উন্মাদনা।

ব্রিগেডের উদ্দেশে ছাত্র যুবরা গান বেঁধেছিল, "২৮ তারিখ দিন চল ব্রিগেড চল।" টুম্পা সোনার প্যারোডি নিয়ে জোর বিতর্ক হয়েছিল। কিন্তু সেই বিতর্ক ছাড়িয়ে মঞ্চে ফির এল গণসঙ্গীতই। গান-স্লোগানের সংস্কৃতিতে মঞ্চে উত্তাপ বাড়ল। চড়া রোদ, তবু ব্রিগেডে শ্রোতার অভাব নেই। একে একে সূর্যকান্ত, অধীর, আব্বাসদের বক্তব্যে দেখা গেল সেই পুরনো উন্মাদনা।

3 / 5
এ বারের ব্রিগেড বিগত বারের থেকে আলাদা। কারণ, এটাই প্রথম বাম-কংগ্রেস জোটের ব্রিগেড। পাশে ছিলেন আব্বাসও। সব মিলিয়ে 'সংযুক্ত মোর্চার' জনসমর্থন প্রদর্শন দেখল বঙ্গ। এই প্রথমবার ব্রিগেডে লাল ঝাণ্ডা, তেরঙার পাশে উড়ল আইএসএফের পতাকা

এ বারের ব্রিগেড বিগত বারের থেকে আলাদা। কারণ, এটাই প্রথম বাম-কংগ্রেস জোটের ব্রিগেড। পাশে ছিলেন আব্বাসও। সব মিলিয়ে 'সংযুক্ত মোর্চার' জনসমর্থন প্রদর্শন দেখল বঙ্গ। এই প্রথমবার ব্রিগেডে লাল ঝাণ্ডা, তেরঙার পাশে উড়ল আইএসএফের পতাকা

4 / 5
ব্রিগেডে একাধিক লাল নেতা, কংগ্রেসের প্রদেশ সভাপতি বক্তব্য রাখলেও আব্বাসের বক্তব্যে দর্শক আসন থেকে ভেসে আসছিল উদ্দীপনা। বিভিন্ন বক্তার মুখে যতবারই আইএসএফ নেতার নাম উঠে এসেছে ততবারই ময়দান থেকে ধ্বনিত হয়েছে মানুষের উচ্ছ্বাস। তবে এ বারের ব্রিগেডে সেই পুরনো উন্মাদনা যেন ভোটের আগে অক্সিজেন দিল জোটকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

ব্রিগেডে একাধিক লাল নেতা, কংগ্রেসের প্রদেশ সভাপতি বক্তব্য রাখলেও আব্বাসের বক্তব্যে দর্শক আসন থেকে ভেসে আসছিল উদ্দীপনা। বিভিন্ন বক্তার মুখে যতবারই আইএসএফ নেতার নাম উঠে এসেছে ততবারই ময়দান থেকে ধ্বনিত হয়েছে মানুষের উচ্ছ্বাস। তবে এ বারের ব্রিগেডে সেই পুরনো উন্মাদনা যেন ভোটের আগে অক্সিজেন দিল জোটকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

5 / 5