কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। পরে বিয়ে করতে অস্বীকার যুবকের। সেই হতাশায় নাবালিকা আত্মঘাতী হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। নাবালিকার পরিবারের অভিযোগ, হরিদেবপুর থানার পুলিশ এ বিষয়ে কোনও অভিযোগ নিচ্ছে না। নাবালিকার পরিবারের বক্তব্য, ছেলেটা দীর্ঘদিন ধরে মেয়েটিকে বিয়ে করবে বলে সম্পর্ক রেখেছিল। দীর্ঘদিন ধরে সহবাস করেছে। তবে ছেলেটি কিছুদিন ধরে মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
মেয়েটির ফোন ধরাও বন্ধ করে দেয়। মেয়েটিকে পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করে। নাবালিকার পরিবারের অভিযোগ, সেই হতাশায় মেয়েটি আত্মহত্যা করে। পরিবারের বক্তব্য, ওই ছেলেটির সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই তাঁদের মেয়ে আর তার সঙ্গে থাকত না। ছেলেটির সঙ্গে বেশ কিছুদিন কাটিয়েছে।
এরই মধ্যে নাবালিকার গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। তারপর নাবালিকার পরিবার যখন হরিদেবপুর থানায় অভিযোগ জানাতে যায়, তখন পুলিশ সেরকমভাবে কোনও গুরুত্বই দেয়নি। মঙ্গলবার সকালে থানায় অভিযোগ জানাতে না পেরে আলিপুর আদালতের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। আইনজীবীর সাহায্য নিয়ে স্পিড পোস্টের মাধ্যমে অভিযোগ জানায় তারা। এবার প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।