কলকাতা: সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েও বিশেষ লাভ হয়নি রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের কথা প্রকাশ্যে আসতেই তৎপরতা শুরু হয়ে গিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের অফিসে। আইনজীবীদের থেকে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হচ্ছিল। আর এরই মধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে, প্রতি জেলার জন্য দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে পেলেই এই বিষয়ে প্রয়োজনীয় আবেদন করা হবে।
উল্লেখ্য, আজ সুপ্রিম কোর্টের নির্দেশের কথা প্রকাশ্যে আসতেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের অফিসে। আইনজীবীদের সঙ্গে পরামর্শ নেওয়া শুরু করে দিয়েছিলেন কমিশনের কর্তারা। আর এরপরই সূত্র মারফত জানা যাচ্ছে, প্রতিটি জেলার জন্য ২ কোম্পানি বাহিনী চাইতে চলছে কমিশন। আজ দুপুরেই কমিশনের কর্তারা বৈঠকে বসেছিলেন। সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলে কত বাহিনী প্রয়োজন, পাশাপাশি রাজ্যের হাতে কত বাহিনী রয়েছে, কোন জেলায় কত বাহিনী রাখা যেতে পারে, সেই সব বিষয়গুলি নিয়ে এদিন দুপুরে আলোচনা হয়েছে।
এর আগে গতকাল সন্ধেয় কমিশনের অফিস থেকে বেরোনোর সময় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলে দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের থেকে যেমন নির্দেশ আসবে, তারপর কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এরপরই মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হল, হাইকোর্টের নির্দেশের উপর হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, সেই নির্দেশই বহাল থাকল শীর্ষ আদালতে।