কলকাতা: ভাঙরের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দিতে হবে। নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার। বিচারপতির মন্তব্য, রাজ্যের বিশাল সংখ্যক বিধায়ক নিরাপত্তা পেয়ে থাকেন। আর ভাঙরের বিধায়কের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার প্রয়োজন রয়েছে। কী ধরনের হুমকি তিনি পাচ্ছেন, তা বিবেচনা করে যত দ্রুত সম্ভব এই নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এই নিয়ে কেন্দ্র তার রিপোর্ট জমা দেবে।
এদিন সওয়াল জবাবের সময়ে বিধায়ক নওসাদ সিদ্দিকির আইনজীবী ফিরদৌস শামিল বলেন, এই রাজ্যে বিজেপি’র ৭৭ জন বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা পান। রাজ্যের বিধায়করাও পান। এমনকি সওকত মোল্লার মতো বিতর্কিত বিধায়কও জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। নওসাদ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চান, রাজ্য পুলিশের নয়।
কেন্দ্রের তরফে বলা হয়, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল রাখায় এই রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। তাই এখনই এত জেলায় কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার সমস্যা হবে।
আইনজীবী ফিরদৌস তখন বলেন, যেহেতু কেন্দ্রীয় বাহিনী আসবেই। আর ভাঙরেও সেই বাহিনীর অংশ যাবে। সেখান থেকেই বিধায়ককে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক।
কেন্দ্রকে বিচারপতি জানান, এই আবেদনের যথেষ্ট গুরুত্ব আছে। ভাঙর যথেষ্ট স্পর্শকাতর এলাকা। সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বিধায়কের চাওয়া যুক্তিযুক্ত। সব সওয়াল জবাব শোনার পর বিচারপতি নওসাদ সিদ্দিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিরাপত্তার দেওয়ার নির্দেশ দেন।