Haridevpur Murder: দোলের আগের দিন পার্টনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হরিদেবপুরের গৃহবধূ, হোয়াটসঅ্যাপের কারেন্ট লোকেশন স্বামীকে দিল চরম বার্তা

Haridevpur Murder: হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পাশে রাস্তায় সালোয়ার কামিজ পরিহিত এক মহিলাকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন।

Haridevpur Murder: দোলের আগের দিন পার্টনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হরিদেবপুরের গৃহবধূ, হোয়াটসঅ্যাপের কারেন্ট লোকেশন স্বামীকে দিল চরম বার্তা
হরিদেবপুরে গৃহবধূকে খুনের অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 4:15 PM

কলকাতা: হরিদেবপুরের গৃহবধূ ডালিয়া চক্রবর্তী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। উত্তর বারাসতের দত্তপুকুর বৈশালী পাড়া থেকে অর্জুন নামে আরও ১ জনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। এই ঘটনায় মোট দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছিল অরুনাভ দত্তকে। দোলের দিন সকালে হরিদেবপুরের গলিতে এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তদন্তে জানা যায়, ওই তরুণীর নাম ডালিয়া চক্রবর্তী। তিনি বিবাহিত। ডালিয়া নরেন্দ্রপুর খেয়াদার বাসিন্দা। নিহতের স্বামী রাহুল চক্রবর্তীর বয়ান অনুযায়ী, সোমবার বিকাল তিনটে চল্লিশে স্ত্রী তাঁকে বলেছিলেন, “আমি হরিদেবপুরের একজনের কাছে চার হাজার টাকা পাই। আনতে যাচ্ছি।” সন্ধ্যা সাতটায় স্বামী ফোন করেন। ফোন ধরেন ডালিয়া । স্বামীকে ডালিয়া হোয়াটসঅ্যাপে একটা কারেন্ট লোকেশন পাঠান। এরপর ঘণ্টায় ঘণ্টায় রাত ১২ টা পর্যন্ত ফোন করেও ডালিয়ার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি স্বামী। বুধবার সকালে হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পাশে রাস্তায় সালোয়ার কামিজ পরিহিত এক মহিলাকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। খোঁজ নিয়ে পুলিশ ডালিয়ার স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। স্বামী গিয়ে ডালিয়ার দেহ শনাক্ত করেন।

তাঁর অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্তে নামে হরিদেবপুর থানা। সূত্রে জানা যায়, ডালিয়া  এক পার্টনার অরুণাভ দত্ত। তাঁর সঙ্গেই দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ডালিয়া । ঘটনার পর থেকে অরুণাভ পলাতক থাকায় পুলিশের সন্দেহ বাড়ে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় সোনারপুর থেকে অরুণাভকে গ্রেফতার করা হয়। জেরায় অরুণাভ জানান, ডালিয়া ফ্ল্যাটে গিয়েছিলেন। সে সময় অরুণাভ মদ্যপ ছিল। বকেয়া টাকা চাইতেই তার সঙ্গে ডালিয়ার বচসা শুরু হয়। এরপর রাগের মাথায় ডালিয়ার ওড়না দিয়েই তাঁকে শ্বাসরোধ করে খুন করেন। খুনের পর ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ দেহ ফেলে রেখেছিলেন।

তারপর বন্ধু অর্জুন দাসকে ফ্ল্যাটে ডেকে পাঠান অরুণাভ। রাত প্রায় দুটো নাগাদ দু’জন ফ্ল্যাটের মাত্র ২০ মিটার দূরে দেহ ফেলে দেন। এরপর দুজন একসঙ্গে পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে দত্তপুকুর থেকে অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, তথ্য প্রমাণ লোপাট একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ডালিয়ার স্বামী রাহুল-সহ পরিবারের অন্যান্যরা পুলিশের সঙ্গে কথা বলছেন।