কলকাতা: হাঁসখালি ধর্ষণ মামলায় প্রত্যক্ষদর্শীদের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা দায়ের হল। মামলাকারী আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। আগেই হাইকোর্ট হাঁসখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এর আগেই প্রধান বিচারপতির ঘরে হাঁসখালির মামলা নির্দিষ্ট ছিল। অভিযোগ উঠছে, যাঁরা এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও নির্যাতিতার পরিবারের সদস্যরা তাঁরা হুমকির শিকার হচ্ছেন। সেই বিষয়টি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই বিষয়টিতে যাতে দ্রুত শুনানি রাখা হয়, তারই আর্জি জানানো হয়। বুধবার এই মামলার শুনানি।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাঁসখালির ঘটনার পরই তদন্ত শুরু করেঘটনার পাঁচ দিন পর অভিযোগ দায়ের হয়। তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন। তবে এ ক্ষেত্রে পুলিশি তদন্তে গাফিলতি ছিল বলে উল্লেখ করা হয় আদালতে। মূল অভিযুক্ত অর্থাৎ প্রভাবশালী তৃণমূল নেতার ছেলেকে গত রবিবারই গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতার করা হয় আরও এক জনকে। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এই ঘটনায় এলাকার এক হাতুড়ে ডাক্তার ও শ্মশান কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নের মুখে।
আগেই এই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে। সব দিক খতিয়ে দেখেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। স্থানীয় পুলিশকে তদন্ত সংক্রান্ত সব রিপোর্ট অবিলম্বে সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। তদন্তের সব নথি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে রাজ্য পুলিশ। যে সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তাঁদেরকেও সিবিআই-এর নিজেদের হেফাজতে নিচ্ছে।