কলকাতা: গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গ্রেফতার হলেও নিয়ম মাফিক হচ্ছে তাঁর স্বাস্থ্য পরীক্ষা সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। আর এই শারীরিক পরীক্ষা চলছে সিবিআই বিশেষ আদালতের নির্দেশে। ৪৮ ঘণ্টা অন্তর অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। সেই মতোই রবিবার হবে আবারও তাঁর স্বাস্থ্য পরীক্ষা।
সূত্রের খবর, আদালতে তৃণমূল নেতা নিজেই আর্জি জানিয়েছিলেন তাঁর একাধিক শারীরিক সমস্যার কথা। এর মধ্যে ফিসচুলার সমস্যা যথেষ্ঠ বেশি রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এই সবের মধ্যে বীরভূম থেকে আবার কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে, ফলত দীর্ঘ পথে যাতায়াতের কারণে সেই সমস্যা আরও বেড়েছে বলে আদালতে জানিয়েছিলেন অনুব্রত। সেই মোতাবেক আদালত তাঁর ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেয়। রবিবার অর্থাৎ আজ অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার দিন। সূত্রের খবর, এ দিন দুপুর নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হতে পারে কমান্ড হাসপাতালে। সেখানেই পরীক্ষা করে দেখা হবে তৃণমূল নেতার শারীরিক অবস্থা কেমন রয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ফিসচুলার সমস্যা রয়েছে। পাশাপাশি একাধিক ক্রনিক রোগেও আক্রান্ত তিনি।স্থূলতাজনিত সমস্যা বা ওবেসিটিতেও ভুগছেন কেষ্ট। ১১২ কেজি ওজন অনুব্রত বাবুর। রয়েছে সিওপিডির সমস্যাও। সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ। অর্থাৎ, শ্বাসপ্রশ্বাসের ক্ষেত্রে মাঝে মধ্যেই সমস্যা হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। সেই কারণে নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলের জন্য অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে হার্টের সমস্যাও। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের হার্টে ৭০ শতাংশ ব্লক রয়েছে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি, স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ ঘুমের মধ্যে হঠাৎ কিছুক্ষণের দম বন্ধ হয়ে যাওয়া বা জোরে নাক ডাকা, ডায়াবেটিস এবং হাইপারটেনশনের সমস্যাও রয়েছে অনুব্রত মণ্ডলের।