Health Commission: চিকিৎসার খরচে রাশ টানতে ট্যারিফ তৈরির কাজ চলছে, হাইকোর্টে জানাল স্বাস্থ্য কমিশন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 08, 2022 | 3:17 PM

Calcutta High Court: রাজ্যের স্বাস্থ্য কমিশনের তরফে হাইকোর্টে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালের ইনডোর এবং আউটডোরে চিকিৎসার খরচ নিয়ে ট্যারিফ তৈরির কাজ প্রায় শেষের পথে।

Health Commission: চিকিৎসার খরচে রাশ টানতে ট্যারিফ তৈরির কাজ চলছে, হাইকোর্টে জানাল স্বাস্থ্য কমিশন
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ ওঠে ভূরি ভূরি। ভর্তি হওয়ার রোগীর ক্ষেত্রে চড়া বিল নিয়ে সরব হন রোগীর আত্মীয়রা। কেন রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলিতে চিকিৎসার খরচে নজরদারি হবে না? কেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন চিকিৎসকার জন্য ভিন্ন হবে? ইনডোর বা আউটডোরের খরচা নিয়ে কোনও নির্দেশিকা থাকবে না? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এক ব্যক্তি। সেই মামলার শুনানি হাইকোর্টে হল শুক্রবার। সেই শুনানিতে হাজির ছিল রাজ্যের স্বাস্থ্য কমিশন। রাজ্যের স্বাস্থ্য কমিশনের তরফে হাইকোর্টে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালের ইনডোর এবং আউটডোরে চিকিৎসার খরচ নিয়ে ট্যারিফ তৈরির কাজ প্রায় শেষের পথে। সেই কাজ শেষ করে চলতি মাসেই রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলে আদালতে জানাল কমিশন।

বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে মামলা দায়ের হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই স্বাস্থ্য কমিশনকে তলব করেছিল আদালত। বেসরকারি হাসপাতালে চিকিৎসাক খরচ সংক্রান্ত বিষয়টি নিয়ে স্বাস্থ্য কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। শুক্রবার হাইকোর্টে জমা দেওয়া হলফনামাতেই স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বেসরকারি হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগে চিকিৎসার খরচ কী হবে, তা নিয়ে ট্যারিফ তৈরির কাজ প্রায় শেষের পথে। পাশাপাশি জেলাগুলির সঙ্গে কথা বলে ট্যারিফ তৈরির কাজ চলছে বলেও জানানো হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফে।

ট্যারিফ তৈরির কাজ চলতি মাসের মধ্যেই শেষ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য কমিশন। সেই কাজ শেষ হলে তা অনুমোদনের জন্য পাঠানো হবে সরকারের কাছে। সরকার অনুমোদন দিলেই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে আদালতে জানিয়েছে স্বাস্থ্য কমিশন। এই ট্যারিফ হলে কী বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার খরচে লাগাম টানা সম্ভব হবে? এই উত্তর পেতে অপেক্ষা ছাড়া গতি নেই।

Next Article