Krishna Kalyani: কোন দলে আছেন কৃষ্ণ কল্যাণী? বিধানসভায় প্রমাণ পেশ বিজেপির আইনজীবীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 11, 2022 | 4:27 PM

Krishna Kalyani: মাস কয়েক আগে তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে দেখা যায় রায়গঞ্জের বিধায়ককে। কিন্তু, স্পিকার দাবি করেছেন কৃষ্ণ কল্যাণী খাতায় কলমে এখনও বিজেপির বিধায়ক।

Krishna Kalyani: কোন দলে আছেন কৃষ্ণ কল্যাণী? বিধানসভায় প্রমাণ পেশ বিজেপির আইনজীবীর
বিধায়ক কৃষ্ণ কল্যাণী

Follow Us

কলকাতা : মুকুল রায়ের দলত্যাগ মামলা নিয়ে শুনানি চলেছে দীর্ঘদিন ধরে। পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন মুকুল রায় বিজেপিতেই আছেন। এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ক্ষেত্রেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। প্রকাশ্যে তাঁকে তৃণমূলের পতাকা নিতে দেখা গেলেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, দলবদলের কোনও প্রমাণ তাঁর কাছে নেই। তাই এ ক্ষেত্রেও কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে দলত্যাগ ইস্যুতে মামলা হয়েছে। সোমবার বিধানসভায় ছিল সেই মামলার শুনানি।

এ দিন ৪০ মিনিট ধরে শুনানি চলে বিধানসভায়। উপস্থিত ছিলেন দু’পক্ষের আইনজীবীরা। সোমবার বিজেপির আইনজীবীদের তরফে কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে। অর্থাৎ ওই বিধায়ক যে দল বদল করেছেন, সেই প্রমাণই দেওয়া হয়েছে এ দিন। পরের শুনানির দিন স্থির হয়েছে আগামী ৫ অগস্ট।

সম্প্রতি তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ দাবি করেছেন, কৃষ্ণ কল্যাণী তৃণমূলেই আছেন। তিনি বলেছেন, ‘কৃষ্ণ কল্যানী যখন বিজেপিতে ছিলেন ছিলেন। এখন আমাদের দলে যোগ দিয়েছেন। আমি জানি তিনি আমাদের দলে আছেন।’

বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। সম্প্রতি তাঁকে পিএসি চেয়ারম্যান পদে নিয়োগের পর থেকে রাজনৈতিক চাপান-উতর বেড়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি রায়গঞ্জে তৃণমূলের বর্ধিত সভায় দেখা গিয়েছে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। শুধু দেখা যাওয়াই নয়, এই সভার আহ্বায়কও ছিলেন তিনি। রাজ্যের মন্ত্রী ফিরহাদের হাকিমের সামনে তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবস নিয়ে বক্তৃতাও দেন তিনি।

মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ ছাড়ার পর কৃষ্ণ কল্যাণীকে সেই পদে বসানো হয়। বিজেপির দাবি, গত বছরের অক্টোবরে তৃণমূলে যোগ দিয়েছেন কৃষ্ণ কল্যাণী, পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নিয়েছিলেন বলে দাবি। ফলে তাঁকে পিএসি চেয়ারম্যান করায় আপত্তি রয়েছে বিজেপির। এই নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

Next Article