Winter Update: এসেই চলে গেল শীত? কেন বাড়ছে তাপমাত্রা?
Winter in Bengal: সামান্য বাড়লেও কলকাতার রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করল। যা স্বাভাবিকের প্রায় ২ ডিগ্রি নীচে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের মধ্যে কলকাতায় পারদ ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে।

কলকাতা: গরমে যেমন লাগাতার স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রার ছবিটা দেখা গিয়েছিল। শীতে যেন ঠিক তার উল্টো। বিগত কয়েকদিন ধরেই স্বাভাবিকের থেকে নিচেই ঘোরাফেরা করেছে পারদ। এদিনও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা। অবাধে বইছে পশ্চিমী শীতল হাওয়া। আপাতত কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধাও নেই। বঙ্গোপসাগরে নেই কোনও সিস্টেম। ফলে বৃষ্টির কোনও পূর্বাভাসও থাকছে না। ফলে শীতের পথে এতদিন কোনও কাঁটা ছিল না। কিন্তু এবার হাওয়া অফিস কিন্তু বেশ কিছু অন্য কথাও বলছে।
আবহাওয়া দফতর বলছে এদিন বাতাসের গতি পরিবর্তন হচ্ছে। ফলে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের মাত্রাও অনেকটা বাড়বে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বলছে তার জেরেই ফের বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। ধীরে ধীরে পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকবে জলীয় বাষ্প ও গরম হওয়া নিয়ে। এর প্রভাবে কোথাও কোথাও মেঘলা আকাশের দেখা যেতে পারে। বাড়বে তাপমাত্রা। কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না।
সামান্য বাড়লেও কলকাতার রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করল। যা স্বাভাবিকের প্রায় ২ ডিগ্রি নীচে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের মধ্যে কলকাতায় পারদ ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৪৮ থেকে ৯২ শতাংশের মধ্যে।
তবে কুয়াশা বাড়ছে জেলায় জেলায়। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট অনেকটাই বেড়ে যাবে। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে। তবে বেলা বাড়লে কুয়াশার দাপট অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
