কলকাতা: গরমে প্রাণ হাঁসফাঁস অবস্থা। দুপুরে রাস্তায় বেরোলেই চাঁদিফাটা রোদ্দুর। সঙ্গে চোখে-মুখে আগুনের হলকা। বলা যেতে পারে সবথেকে খারাপ পরিস্থিতি বাংলাতেই। শনিবার দেশের উষ্ণতম স্থান ছিল কলাইকুণ্ডা। তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁইছুঁই। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় এদিন তাপমাত্রার পারদ উঠে গিয়েছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে পর পর দুই দিন দেশের উষ্ণতম শহর কলাইকুণ্ডা। পাল্লা দিয়ে চড়ছে পানাগড়ের পারদও। শনিবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে একদিনের বিরতির আবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা। শনিবার আবারও শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ পার করে গিয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আজ আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার নিয়ে ছয় দিন মহানগর তিলোত্তমার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ঘরে ঢুকে পড়ল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। ১ তারিখ পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
হাওড়া অফিসের পূর্বাভাস, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। অতি তীব্র তাপপ্রবাহে টের পাওয়া যেতে পারে দক্ষিণের সাত জেলায়। তালিকায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জেলাগুলিতে বইবে গরম হলকা।