কলকাতা: বাংলায় পা রাখলেও উত্তরবঙ্গেই (North Bengal) থমকে আছে বর্ষা। থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত মালদার উপরে তার অবস্থান। রবিবারের আগে দক্ষিণবঙ্গে (South Bengal) ঢুকছে না বর্ষা। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Department)। ১৮ থেকে ২১ তারিখের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। এরইমধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা। পাশাপাশি ১৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম থাকবে বলে মনে করা হচ্ছে।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দুই বর্ধমানে তাপপ্রবাহ সতর্কতা রয়েছে ১৮ তারিখ পর্যন্ত। তবে ঠিক উল্টো আবহাওয়া উত্তরে। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে রয়েছে ভূমিধসের সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ১৯ তারিখ পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই পাঁচ জেলায় বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উপরের দিকের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহারে, মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে আগামী কয়েকদিন কলকাতায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। তবে আগামী কয়েকদিন সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও অস্বস্তি কিছুতেই পিছু ছাড়বে না বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৮৭ শতাংশের আশেপাশে।