কলকাতা: দক্ষিণবঙ্গের আকাশে আবার দুর্যোগের মেঘ। বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের প্রভাবে ৫ দিন সতর্কতা জারি আবহাওয়া দফতরের। শনিবার থেকে ৩ দিন দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ৩ দিন কলকাতাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার দক্ষিণের ৫ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার-সোমবারও কিছু জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিস বলছে, দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তই আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। অবস্থান করতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘন্টায় এই এটি আরও শক্তিশালী হয়ে যেতে পারে। তারপরই তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এর ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহারে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হলে ফের জল ছাড়তে পারে ডিভিসি।
এদিকে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ারে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে জলপাইগুড়ি, মালদহতেও। বৃষ্টি হবে দুই দিনাজপুরেও।