Bengal, Kolkata Weather: অবশেষে দক্ষিণবঙ্গের উপর সদয় প্রকৃতি, মঙ্গলে ৫ জেলায় অতিভারী বৃষ্টি

Kaamalesh Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 31, 2023 | 2:30 PM

West Bengal, Kolkata Rains IMD Monsoon: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার দক্ষিণবঙ্গে পাঁচটি জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। এর পাশাপাশি কলকাতা সহ আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

Bengal, Kolkata Weather: অবশেষে দক্ষিণবঙ্গের উপর সদয় প্রকৃতি, মঙ্গলে ৫ জেলায় অতিভারী বৃষ্টি
ভারী বৃষ্টিতে ভাসছে বাংলা
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: সোমবারও ভ্যাপসা গরমে ভুগছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। গলদঘর্ম অবস্থা তাঁদের। সকালের দিকে রীতিমতো ঘামতে-ঘামতে কর্মক্ষেত্রে যেতে হচ্ছে প্রত্যেককে। এই অবস্থায় আশার আলো দেখাল হাওয়া অফিস। অবশেষে ঝেঁপে বৃষ্টির আসা আসতে চলেছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা। তার জেরেই বৃষ্টিতে ভিজতে পারে মাটি।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার দক্ষিণবঙ্গে পাঁচটি জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। এর পাশাপাশি কলকাতা সহ আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। তার মধ্যে রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় একদিন ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

বস্তুত, জুন শেষ হয়েছে। জুলাইয়ের শেষ দিন। আষাঢ় পেরিয়ে গেলেও বৃষ্টি হয়নি সেইভাবে। দেশের বিভিন্ন জায়গায় বন্যা হলেও দক্ষিণবঙ্গের কপালে তাও জোটেনি। রীতিমতো চল্লিশ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এখানে চাষের কাজ করতে গিয়ে রীতিমতো মাথায় হাত দিতে হয়েছে চাষিদের।এরপর পরেই সুখবর শোনাল হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়চ্ছে নিম্নচাপ। আজই গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। বাংলার দিকে সরতে পারে নিম্নচাপটি। উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির ইঙ্গিত।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে ২ অগাস্ট পর্যন্ত। জারি হলুদ সতর্কতা। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টি। অপরদিকে, উত্তরবঙ্গেও আপাতত হালকা-মাঝারি বৃষ্টি।

 

 

 

 

Next Article