কলকাতা: “দেশ মাতৃকার মতো একশো বছর ধরে স্নেহের ছায়ায় আগলে রেখেছিলেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের প্রয়ানে শোকস্তব্ধ বাংলাও। শুক্রবার সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন আর বেশি কথা বলেননি বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষে। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণ নিয়ে তিনি বলেন, “মাতৃ বিয়োগ সব থেকে বড় ক্ষতি। তিনি দেশ মাতৃকার মতো একশো বছর ধরে স্নেহছায়া দিয়েছেন। শোকের আবহ।” দিলীপ ঘোষ আরও বলেন, “পৃথিবীর নিয়মে সবাইকে একদিন চলে যেতে হয়। আত্মার শান্তি কামনা করি। আজ প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি ছিল।” তবে বাংলায় বন্দে ভারত, জোকা মেট্রো, শিলিগুড়ি বিশ্বমানের স্টেশন-সহ প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি ছিল। সেগুলো যথারীতি হবে। তবে সেগুলি ভার্চুয়ালি হবেন। দিলীপ ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী সশরীরে এলে আমরা আরও উৎসাহিত হতাম।” উল্লেখ্য, পিএমও থেকে জানানো হয়েছে, বাংলায় প্রধানমন্ত্রীর নির্ধারিত সমস্ত কর্মসূচি হবে। সেগুলিতে ভার্চুয়ালি যোগ দেবন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকালে টুইট করে শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে তিনি শোকস্তব্ধ। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
Extremely disheartened to know that Hon’ble PM Shri @narendramodi Ji’s Mother; Smt. Heeraben Modi Ji passed away. I pray to Lord Shiva that her pious soul attain eternal peace.
My sympathies & condolences to Hon’ble PM and the other children of Smt. Heeraben Modi Ji.
Om Shanti ? pic.twitter.com/knAnHYU6nz— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 30, 2022
অন্যদিকে, প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, “প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকস্তব্ধ। তাঁর আত্মার শান্তি কামনা করি। নিজের সারল্য ও মূল্যবোধের জন্য তিনি সর্বদা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন।”
Saddened by the demise of mother of our Hon’ble PM Shri @narendramodi ji, #Heeraben ji. May God give sadgati to the departed soul. She will always be remembered for her simplicity and great values. Om Shanti. pic.twitter.com/HKVVMAl31g
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 30, 2022