Heeraben Modi Passes Away: ‘দেশ মাতৃকার মতো ১০০ বছর ধরে আগলে রেখেছিলেন’, মোদীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ দিলীপ-সুকান্ত-শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 30, 2022 | 9:25 AM

Heeraben Modi Passes Away: দিলীপ ঘোষ বলেন, "প্রধানমন্ত্রী সশরীরে এলে আমরা আরও উৎসাহিত হতাম।"

Heeraben Modi Passes Away: দেশ মাতৃকার মতো ১০০ বছর ধরে আগলে রেখেছিলেন, মোদীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ দিলীপ-সুকান্ত-শুভেন্দুর
প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, শোকপ্রকাশ দিলীপ, সুকান্ত-শুভেন্দুর

Follow Us

কলকাতা: “দেশ মাতৃকার মতো একশো বছর ধরে স্নেহের ছায়ায় আগলে রেখেছিলেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের প্রয়ানে শোকস্তব্ধ বাংলাও। শুক্রবার সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন আর বেশি কথা বলেননি বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষে। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণ নিয়ে তিনি বলেন, “মাতৃ বিয়োগ সব থেকে বড় ক্ষতি। তিনি দেশ মাতৃকার মতো একশো বছর ধরে স্নেহছায়া দিয়েছেন। শোকের আবহ।” দিলীপ ঘোষ আরও বলেন, “পৃথিবীর নিয়মে সবাইকে একদিন চলে যেতে হয়। আত্মার শান্তি কামনা করি। আজ প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি ছিল।” তবে বাংলায় বন্দে ভারত, জোকা মেট্রো, শিলিগুড়ি বিশ্বমানের স্টেশন-সহ প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি ছিল। সেগুলো যথারীতি হবে। তবে সেগুলি ভার্চুয়ালি হবেন। দিলীপ ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী সশরীরে এলে আমরা আরও উৎসাহিত হতাম।” উল্লেখ্য, পিএমও থেকে জানানো হয়েছে, বাংলায় প্রধানমন্ত্রীর নির্ধারিত সমস্ত কর্মসূচি হবে। সেগুলিতে ভার্চুয়ালি যোগ দেবন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকালে টুইট করে শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে তিনি শোকস্তব্ধ। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, “প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকস্তব্ধ। তাঁর আত্মার শান্তি কামনা করি। নিজের সারল্য ও মূল্যবোধের জন্য তিনি সর্বদা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন।”

Next Article