কলকাতা: সাড়া দিচ্ছেন চিকিৎসায়। আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। ধীরে ধীরে উন্নতি হচ্ছে অবস্থার। ইতিমধ্যেই উডল্যান্ডস হাসপাতালে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখা এসেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে শারীরিক অবস্থার উন্নতি হলেও হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম। সে কারণেই এদিন বিকালে বুদ্ধবাবুকে দেওয়া হল এক ইউনিট রক্ত। রক্ত দিয়ে হিমোগ্লোবিন বাড়ানোর চেষ্টা করছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিমোগ্লোবিনের মাত্রা ৮.৬। ১০ এর উপরে হিমোগ্লোবিনের মাত্রা তুলতেই দেওয়া হয়েছে রক্ত। এখন তাঁর রক্তচাপ রয়েছে ১৫০/৭০ আশেপাশে। চিকিৎসকেরা বলছেন, হিমোগ্লোবিন বাড়লে নিয়ন্ত্রণে আসবে রক্তচাপ। তাতে অক্সিজেন দেওয়ার মাত্রাও কমবে। কমানো যাবে বাইপ্যাপের ব্যবহারও।
তবে তাঁর অবস্থার যে সামগ্রিক উন্নতি হচ্ছএ তা আগেই জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যর পারিবারিক চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। ভেন্টিলেটর খোলার পরও ঠিকই রয়েছেন তিনি। অল্প কথাবার্তাও বলছেন। তবে অস্বস্তি একটা রয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু, শ্বাসকষ্টের সমস্যাটা অনেকটাই কমেছে। জ্বরও আর আসেনি। তবে পুরোপুরি সুস্থ হতে আরও বেশ খানিকটা সময় লাগবে বলে তাঁর মত। এর জন্য আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা দরকার বলে জানাচ্ছেন উৎপলবাবু। স্পষ্টই বলছেন, “আরও কমপক্ষে ১ থেকে ২ দিন গেলে ঠিকভাবে বলা যাবে উনি সঙ্কটমুক্ত কিনা।”