SKOCH Award: তাঁতশিল্পের প্রসারে অনবদ্য অবদান, ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেল তন্তুজ

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Aug 01, 2023 | 7:23 PM

Mamata Banerjee: বাংলার তাঁতশিল্পকে উৎকর্ষতার আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে সরকারি তাঁতবস্ত্র বিপণনী 'তন্তুজ'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গত কয়েক বছরে আরও সমৃদ্ধ হয়েছে এই প্রতিষ্ঠান। এবার 'তন্তুজ'-র মুকুটে যুক্ত হল নতুন পালক।

SKOCH Award: তাঁতশিল্পের প্রসারে অনবদ্য অবদান, স্কচ অ্যাওয়ার্ড পেল তন্তুজ
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: আরও একটি স্কচ অ্যাওয়ার্ড রাজ্য়ের ঝুলিতে। এবার হ্য়ান্ডলুম ও টেক্সটাইল ক্ষেত্রে প্রশাসনিক উৎকর্ষতার জন্য স্বীকৃতি দেওয়া হল তন্তুজ-কে। বাংলার তাঁতশিল্পকে উৎকর্ষতার আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে সরকারি তাঁতবস্ত্র বিপণনী ‘তন্তুজ’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গত কয়েক বছরে আরও সমৃদ্ধ হয়েছে এই প্রতিষ্ঠান। এবার ‘তন্তুজ’-র মুকুটে যুক্ত হল নতুন পালক। হ্যান্ডলুম ও টেক্সটাইল ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এবার ‘স্কচ অ্যাওয়ার্ড’ দেওয়া হল রাজ্য সরকারের অধীনস্থ তন্তুজকে।

উল্লেখ্য, এর আগেও তন্তুজ বিভিন্ন মহল থেকে স্বীকৃতি পেয়েছে। এমনকী কেন্দ্রীয় সরকারের থেকেও স্বীকৃতি পেয়েছে তন্তুজ। তাঁত শিল্প ও তাঁত বস্ত্রের উপর নিখুঁত নকশার জন্য কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের তরফে পুরস্কৃত করা হয়েছে বাংলার তন্তুজকে। গত বছর জাতীয় হ্যান্ডলুম দিবসে কেন্দ্রের থেকে এই পুরস্কার পেয়েছে রাজ্য। আর এবার তন্তুজর মুকুটে যুক্ত হল স্কচ অ্যাওয়ার্ডের স্বীকৃতির পালক।

এর পাশাপাশি রাজ্য সরকারের আরও একটি প্রকল্প ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ও স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুব সম্প্রদায়কে ক্ষমতায়নের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিগত দিনগুলিতে জাতীয় স্তরে ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। পরবর্তীতে একের পর এক স্কচ অ্যাওয়ার্ড ঢুকেছে রাজ্যের ঝুলিতে। কখনও পর্যটনের জন্য, কখনও বাংলাশ্রী প্রকল্পের জন্য, ঐক্যশ্রী প্রকল্পের জন্য,  কখনও আবার পরিবেশবান্ধব ট্রামের জন্য স্কচ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে রাজ্য সরকার। শিক্ষা দফতরের অধীনস্থ উৎসশ্রী প্রকল্পেও স্কচ স্বীকৃতি পেয়েছে অতীতে।

প্রশাসনিক ক্ষেত্রে ভাল কাজের জন্য বিভিন্ন মাপকাঠির উপর প্রতি বছর বিভিন্ন রাজ্যের সরকার বা প্রশাসনকে পুরস্কৃত করে থাকে স্কচ গোষ্ঠী। শিক্ষা, শিল্প, বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে।

Next Article