Health University: স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অরাজকতার অভিযোগ, রাজ্যপালকে চিঠি চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চের

Sourav Dutta | Edited By: Soumya Saha

Aug 01, 2023 | 6:43 PM

C V Ananda Bose: উত্তরবঙ্গ মেডিক্যালে গত ২৬ মে পরীক্ষায় পর্যবেক্ষক ছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সদস্য চিকিৎসক অভীক দে। আরএমও অভীক দে কীভাবে পরীক্ষার পর্যবেক্ষক হলেন, তা নিয়ে প্রশ্ন চিকিৎসক সংগঠনগুলির। পরীক্ষার হলে কেন তাঁর হাতে মোবাইল, তা নিয়েও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

Health University: স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অরাজকতার অভিযোগ, রাজ্যপালকে চিঠি চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চের
সিভি আনন্দ বোস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: উত্তরবঙ্গ মেডিক্যালে পরীক্ষার হলে মোবাইল হাতে ঘুরতে দেখা গিয়েছিল বর্ধমান মেডিক্যালের আরএমও অভীক দে’কে। এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল কিছুদিন আগেই। সেই সংক্রান্ত খবর আগেই প্রকাশ করেছিল টিভি নাইন বাংলা। খবর চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছিল চিকিৎসক মহলে। আর এবার টিভি নাইন বাংলার খবরের জেরে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অরাজকতার অভিযোগ তুলে চিঠি গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। রাজ্যপালের হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছে চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চ। উত্তরবঙ্গ মেডিক্যালে গত ২৬ মে পরীক্ষায় পর্যবেক্ষক ছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সদস্য চিকিৎসক অভীক দে। আরএমও অভীক দে কীভাবে পরীক্ষার পর্যবেক্ষক হলেন, তা নিয়ে প্রশ্ন চিকিৎসক সংগঠনগুলির। পরীক্ষার হলে কেন তাঁর হাতে মোবাইল, তা নিয়েও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

শুধু তাই নয়, অভিযোগ রয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধেও। উপাচার্যের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে রাজ্যপাল বোসকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চ। বিশেষ করে প্রশ্নের মুখে পড়েছে বিভিন্ন মেডিক্যাল কলেজগুলিতে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাগুলি। ওই আলোচনা সভাগুলিতে উপাচার্যের পরিবারের সদস্যের যোগদানের বিষয়টিও রাজ্যপালকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চ। এই সব ঘটনা পরম্পরার কথা উল্লেখ করে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে কার্যত অরাজকতার অভিযোগে সরব হচ্ছেন তাঁরা।

উল্লেখ্য, কিছুদিন আগে যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছিল, তাতে দেখা যাচ্ছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পাল পরীক্ষার হল থেকে পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার পরই সেই পরীক্ষার হলে ঢোকেন বর্ধমান মেডিক্যালের আরএমও অভীক দে। পরীক্ষার্থীদের পাশে মোবাইল হাতে ঘুরতে দেখা যায় তাঁকে। সেই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল চিকিৎসক মহলে। আর এরই মধ্যে রাজ্যপালকে চিঠি চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চের।

Next Article