Kolkata Airport: স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাই অ্যালার্ট কলকাতা এয়ারপোর্টে, বাড়ছে CISF এর সংখ্যা, ফের নাশকতার আশঙ্কা?

Ranjit Dhar | Edited By: জয়দীপ দাস

Aug 14, 2024 | 7:33 PM

Kolkata Airport: বিমানবন্দরের প্রবেশপথে চলছে নাকা চেকিং। সিকিউরিটি হোল্ডে যাওয়ার আগে যাত্রীদের ব্যাগ থেকে গাড়ি, সব কিছু আলাদা আলাদা ভাবে তল্লাশি করছেন সিআইএসএফ জওয়ানরা। কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, সঙ্গে থাকা জিনিসের তল্লাশি শেষে সবুজ সংকেত মিললে তবেই মিলছে প্রবেশাধিকার।

Kolkata Airport: স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাই অ্যালার্ট কলকাতা এয়ারপোর্টে, বাড়ছে CISF এর সংখ্যা, ফের নাশকতার আশঙ্কা?
বাড়ছে উদ্বেগ
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: রাত পোহালেই স্বাধীনতা দিবস (Independence Day)। কোনওরকম নাশকতা ও অপ্রীতিকর ঘটনা তৎপর পুলিশ। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতা বিমানবন্দর। ইতিমধ্যে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জারি হয়েছে হাই অ্যালার্ট। রাপত্তাজনিত কারণে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। ৬ স্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে এয়ারপোর্টে। তারমধ্যে ৫ স্তরের সিকিউরিটি দেখছেন সিআইএসএফ জওয়ানরা। শেষ ধাপে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা দেখে নিচ্ছেন বিমান বন্দরের কর্মীরা। 

বিমানবন্দরের প্রবেশপথে চলছে নাকা চেকিং। সিকিউরিটি হোল্ডে যাওয়ার আগে যাত্রীদের ব্যাগ থেকে গাড়ি, সব কিছু আলাদা আলাদা ভাবে তল্লাশি করছেন সিআইএসএফ জওয়ানরা। কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, সঙ্গে থাকা জিনিসের তল্লাশি শেষে সবুজ সংকেত মিললে তবেই মিলছে প্রবেশাধিকার। 

প্রথম নাকা চেকিং চলছে এন্ট্রি গেটে। এরপর ডিপার্চার এন্ট্রি গেটেও ফের একবার চলছে তল্লাশি। ভিতরে ঢোকার পরেও আরও এক প্রস্থ চেকিং। চতুর্থ স্তরের চেকিংকে বলা হচ্ছে এরিয়া ডমিনেশন সিস্টেম। এই ক্ষেত্রে কোনও যাত্রী যাতে তাঁদের লাগেজ রেখে যেতে না পারে সেদিকে নজর রাখছেন ওই জায়াগায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। পরের পর্যায়ের চেকিং চলছে সিকিউরিটি হোল্ড এরিয়াতে। শেষ ধাপের চেকিং চলছে বোর্ডিং গেটে। যা করছেন এয়ারলায়েন্সের কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই CISF জওয়ানরা অতিরিক্ত শিফটে কাজ করছেন বলেও জানা গিয়েছে। প্রস্তুত রয়েছে ডগ স্কোয়াডও। 

Next Article