Calcutta High Court: সুপার নিউমেরারি মামলার তদন্তভার CBI-র হাতে দিল হাইকোর্ট

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 24, 2022 | 6:58 PM

Calcutta High Court: কাদের স্বার্থ রক্ষায় খোলা হয়েছে বেআইনি নিয়োগের দরজা? SSC-কে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের।

Calcutta High Court: সুপার নিউমেরারি মামলার তদন্তভার CBI-র হাতে দিল হাইকোর্ট

Follow Us

কলকাতা: কার নির্দেশে তৈরি হয়েছিল সুপার নিউমেরারি পোস্ট?  ‘মূল চক্রীকে’ খুঁজতে বুধবার সিবিআইয়ের হাতে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। শুনানির পর রায় দেওয়ার সময় এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “এই সুপার নিউমেরারি পোস্ট আদালত করেনি। আমার দায়িত্ব কারা এর পিছনে আছে খুঁজে বের করা। যেহেতু কোনও নির্দেশ নেই, তাই এটা বেনামি আবেদন। চেয়ারম্যান এর বক্তব্য আদালতে গ্রহণযোগ্য নয়।”

প্রসঙ্গত, সুপার নিউমেরারি পোস্ট তৈরির আবেদনপত্র তুলতে সকালেই হাইকোর্টে গিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের কর্তারা। কিন্তু, আবেদনপত্র তোলায় সটান না করে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্টে কাদের নির্দেশে আবেদন জমা করেছিল সেই প্রশ্ন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। বেআইনি নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁর সাফ প্রশ্ন, যাঁরা বেআইনিভাবে নিয়োগপত্র পেয়েছেন তাঁদের কারা সুরক্ষা দিতে চাইছেন? কেন সুরক্ষা দিতে চাইছেন? কারা নাড়ছেন কলকাঠি? তলব করা হয়েছিল সচিবকে। অবশেষে এবার সরাসরি এ ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

সূত্রের খবর, এদিন কমিশনের আইনজীবী সূতনু পাত্র জানান, যে ফাইল সকালে তলব করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা এসে গিয়েছে। তবে আবেদনের কোনও নির্দেশ নেই। এরপরই বিচারপতি সচিবের কাছে জানতে চান, কেউ কী নির্দেশ দিয়েছেন? সচিব জানান, তাঁর জানা নেই। বিচারপতি তখন চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন কী হয়েছিল? তিনি জানান, আবেদনটি তোলার ক্ষেত্রে তাঁর নির্দেশ ছিল। তবে আবেদন করার ক্ষেত্রে কার নির্দেশ ছিল সে বিষয়ে তিনি বলেন, “তাঁর নামে এটা যখন হয়েছে এই দায়িত্ব তাঁর। সূত্রের খবর, বিচারপতি বলেন, আপনাকে কোনও সমস্যায় ফেলতে চাইনা। আপনার উপর বুলেট বর্ষণ হবে না। তবে যা বোঝার বুঝে গিয়েছি। এটাও বুঝেছি আপনি মুখ খুলবেন না।”

একইসঙ্গে তলব করা হয়েছে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মণীষ জৈনকে। তাঁকে আসতে হবে বৃহস্পতিবার সকালে। মুখোমুখি হতে হবে বেশ কিছু প্রশ্নের। কাদের জন্য তৈরি হয়েছে এই সুপার নিউমেরারি? কাদের জীবিকা বাচাঁনোর কথা বলছেন? যারা আইন মানেনা তাদের? সূত্রের খবর সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে এদিন রীতিমতো রাগান্বিত ভঙ্গিতে এ কথাগুলি এদিন বলতে শোনা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। একইসঙ্গে আরও বলেন, ‘কোথা থেকে এই আবেদন তৈরি হয়েছিল। আজ থেকেই কাজ শুরু করবে সিবিআই। দুর্নীতির র‍্যাকেট খুঁজে বের করতে হবে। আগামীকাল কোনও মন্ত্রী, কোনও মুখপাত্র আসতে চাইলে আসবে। আদালতের দরজা সকলের জন্য খোলা।’ প্রসঙ্গত, ২০২২ সালের ১৯ মে বিজ্ঞপ্তি জারি করে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়। কমিশনের মূল লক্ষ্য ছিল ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দেওয়া। এদিন রাজ্যের তরফে এ কথা বলা হয় আদালতে। 

Next Article