Nishith Pramanik Convoy Attack: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় পুলিশ তদন্ত করলেও পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি মান্থার

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 19, 2023 | 12:22 PM

Nishith Pramanik Convoy Attack: গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার  অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Nishith Pramanik Convoy Attack: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় পুলিশ তদন্ত করলেও পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি মান্থার
কলকাতা হাইকোর্টে শুনানি

Follow Us

কলকাতা : কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় পুলিশ নিজের মত তদন্ত করতে পারবে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল হাইকোর্ট বিবেচনা করবে। তাই বুধবার মূল মামলাটি ফের উঠলেও বিচারপতি মান্থা জানান, যতদিন না ডিভিশন বেঞ্চ মূল মামলায় নতুন করে শুনানি করে রায় দিচ্ছে, ততদিন পর্যন্ত এই মামলার শুনানি হবে না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। পরবর্তীতে সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা আছে কি না, তা হাইকোর্ট ঠিক করবে বলে জানায় সুপ্রিম কোর্ট।

গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার  অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও একটি মামলা করেছিলেন বিজেপি নেতারা। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন শুভেন্দু। এই ঘটনায় রাজ্য সরকারের বক্তব্য ছিল, তৃণমূলের সমর্থকরা নয়, বিজেপির সমর্থকরাই প্ররোচণা দিয়েছিল। আর সেই কারণেই নাকি হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই মামলায় ঘটনার পিছনে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে হাইকোর্টের সেই নির্দেশ খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে।

Next Article