Partha Chatterjee: পার্থর দেহরক্ষীর ঘনিষ্ঠরা কী ভাবে চাকরি পেলেন? ১০ জনকে CBI অফিসে হাজিরার নির্দেশ হাইকোর্টের

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Aug 17, 2022 | 7:36 PM

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি।

Partha Chatterjee: পার্থর দেহরক্ষীর ঘনিষ্ঠরা কী ভাবে চাকরি পেলেন? ১০ জনকে CBI অফিসে হাজিরার নির্দেশ হাইকোর্টের
হাইকোর্টে প্রাথমিক মামলা

Follow Us

কলকাতা: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের ১০ জন ঘনিষ্ঠ কী ভাবে চাকরি পেলেন, তা নিয়ে তদন্তের নির্দেশ দিল আদালত। ওই ১০ জনকে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, সরাসরি প্রাক্তন মন্ত্রীর আত্মীয় না হলেও ওই ১০ জন কী ভাবে চাকরি পেলেন, তা নিয়ে তদন্ত হওয়া উচিত। বুধবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, এ দিন এই মামলায় তদন্ত কতদূর এগিয়েছে, আদালতে সেই রিপোর্ট পেশ করেছে সিবিআই।

অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন, যিনি তাঁর দেহরক্ষী ছিলেন, সেই বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০ জন সদস্য চাকরি পেয়েছিলেন। তাঁদের চাকরির বেআইনিভাবে হয়েছিল বলেই অভিযোগ ওঠে। সেই মামলাতেই এ দিন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত ওই ১০ জনকে আগামী ১ সেপ্টেম্বর সিবিআই অফিসে গিয়ে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত নথি নিয়ে যেতে হবে তাঁকে। সেই সব নথি যাচাই করবে সিবিআই। এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর ঘনিষ্ঠরা সরাসরি প্রাক্তন মন্ত্রীর আত্মীয় নাও হতে পারেন, তবে তাঁরা চাকরি পেলেন কী ভাবে, তা নিয়ে তদন্ত হওয়া উচিত। ওই ১০ জনের পক্ষে সওয়াল করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত।

এ ছাড়া, ২০১৪ সালের টেটের ভিত্তিতে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তার মেধাতালিকা এ দিন আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০১৬ এবং ২০২০ সালের প্রাথমিক নিয়োগের মেধাতালিকা পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে। আগামী ১ সেপ্টেম্বরেই সেই মেধাতালিকা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক মামলায় এ দিন তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে, সেই তথ্য এ দিন আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, প্রাথমিক সংক্রান্ত মামলায় গত ২০ জুন আদালতে বেশ কিছু নথি পেশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। সেই নথি আগামিকাল, বৃহস্পতিবারই দিল্লির ফরেনসিক ল্যাবে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সেই ল্যাব থেকে রিপোর্ট সংগ্রহ করতে হবে বলে সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত।

Next Article