Sealdah Station: প্লাটফর্মে বিশেষ নজর, স্ক্যানার মেশিন বসল শিয়ালদহে
Railway: কোনও গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না স্টেশন চত্বরের বাইরে। শিয়ালদহ স্টেশনের বাইরে থাকা পার্কিং-এ চলছে অনবরত নজরদারি। প্রত্যেকটি গাড়ি ধরে ধরে তল্লাশি চালানোর পর পার্কিং স্পেসে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গে থাকা লাগেজ কয়েক দফায় তল্লাশি চালানো হচ্ছে RPF এর তরফে।

শিয়ালদহ: যাত্রী ও লাগেজ তল্লাশি জোরদার করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। স্টেশনে প্রবেশের সময় ও বেরনোর জায়গায় আরও ভালভালে যাত্রী তল্লাশি চালানো হবে। নিরাপত্তারক্ষীদের টহল বাড়ানো হয়েছে।
বর্তমানে পূর্ব রেলওয়ে ডিভিশনের অন্তর্গত শিয়ালদহ, নৈহাটি এবং কলকাতা স্টেশনে স্ক্যানার মেশিন বসানো রয়েছে। কলকাতা স্টেশনে যেভাবে যাত্রী বেড়েছে তার জন্য নতুন স্ক্যানার মেশিন বসানো হচ্ছে বলে জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম। পার্কিং লট, পার্সেল অফিস এবং প্লাটফর্ম প্রান্তের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজর দেওয়া হয়েছে।
সতর্কতা বজায় রাখার জন্য আচমকা চেকিং বাড়ানো হচ্ছে। কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখলেই সে ক্ষেত্রে তাৎক্ষণাৎ হস্তক্ষেপ করার কথা বলা হয়েছে। সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে একটানা পর্যবেক্ষণ করা হচ্ছে।
শুধু শিয়ালদহ নয়, বালিগঞ্জ, বিধাননগর বা দমদমের মতো প্রায় সব ব্যস্ত স্টেশনগুলোতে এই ব্যবস্থা করা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা।
দিল্লির বিস্ফোরণের পর সারা রাজ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। জায়গায় জায়গায় চলছে চেকিং। কোনও গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না স্টেশন চত্বরের বাইরে। শিয়ালদহ স্টেশনের বাইরে থাকা পার্কিং-এ চলছে অনবরত নজরদারি। প্রত্যেকটি গাড়ি ধরে ধরে তল্লাশি চালানোর পর পার্কিং স্পেসে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গে থাকা লাগেজ কয়েক দফায় তল্লাশি চালানো হচ্ছে RPF এর তরফে। স্টেশন চত্বরের বাইরে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড। শিয়ালদহ স্টেশনের বাইরে বিভিন্ন জায়গায় মোতায়েন স্বশস্ত্র আরপিএফ জওয়ান।
