কলকাতা : মাধ্যমিকে (Madhyamik Exam 2023) প্রশ্ন ফাঁস রুখতে ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষাকেন্দ্রে বসছে সিসিটিভি। এবার উচ্চমাধ্যমিকের (West Bengal HS Exam)। ক্ষেত্রেও কড়া সিদ্ধান্তের পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকে স্পর্শকাতর কেন্দ্রগুলিকে নিয়ে এখন থেকেই সতর্ক হতে চাইছে সংসদ। টুকলি বা প্রশ্ন ফাঁস রুখতে নেওয়া হতে পারে একাধিক পদক্ষেপ। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বসতে পারে সিসিটিভি। সূত্রের খবর, স্কুলে পরীক্ষার পরিকাঠামো সহ একাধিক বিষয় খতিয়ে দেখতে মাঠে নেমেছেন সংসদের কর্তারা। নিয়োগ কেলেঙ্কারি থেকে পরীক্ষায় বেনিয়মের অভিযোগে গত বছর থেকেই চাপানউতর বেড়েছে গোটা রাজ্যে। হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্য সরকারের। এমতাবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় কোনও গোলযোগ হোক এটা চাইছে না রাজ্য। আর সে কারণেই এত কড়াকড়ি। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
প্রতি বছরই রাজ্যের অতি স্পর্শকাতর কেন্দ্রগুলির তালিকা থাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। সেই অনুযায়ী চলে নজরদারি। সূত্রের খবর, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবারে এই তালিকা তৈরিতে বিশেষভাবে জোর দিচ্ছে সংসদ। সূত্রের খবর, রেডিও ফ্রিকোয়েন্সি যুক্ত মেটাল ডিটেক্টর ব্যবহার করা হতে পারে ওই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পড়তে হবে কড়া চেকিংয়ের মুখে। বসতে পারে সিসিটিভিও। এ বিষয়ে জেলা প্রশাসনগুলির সঙ্গে প্রায়শই বৈঠকে বসছে সংসদ। আসরে নেমেছেন খোদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যাচ্ছেন জেলা সফরে। সংসদের কথা চলছে স্কুলগুলির সঙ্গেও। সামগ্রিকভাবে এ সংক্রান্ত লজিস্টিকসের বিষয়গুলি খতিয়ে দেখে এ বিষয়ে চূড়ান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। গত বছর পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন পড়ুয়া। এবার সেই সংখ্যা ৮ লক্ষ ছাপিয়ে যাচ্ছে।
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ। শেষ হবে ২৭ মার্চ। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। প্রশ্ন পত্র পড়া ও উত্তর লেখার জন্য সবমিলিয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন পড়ুয়ারা। তবে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, ভিজুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে ২ ঘণ্টার। এদিকে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বললেও এত দ্রুত তার বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে যাচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। চলবে ৪ মার্চ পর্যন্ত।