Amit Shah: ‘দিদি আপনার সময় শেষ, বাংলার জনতাকে চুপ করাতে পারবেন না’, শুভেন্দুর পাশে দাঁড়িয়ে হুঙ্কার শাহের
Amit Shah: শাহ আগমণ নিয়ে বিগত কয়েকদিন ধরেই পদ্ম কর্মীদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা। ব্যাপক তৎপরতা দেখা গিয়েছিল শুভেন্দু-সুকান্তদের মধ্যেও। যে জায়গায় তৃণমূলের একুশে জুলাইয়ের সভা হয় সেখানেই তৈরি হয়েছে বিজেপির মঞ্চ।

কলকাতা: একদিন আগেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই তাঁকে পড়তে হয়েছে কড়া শাস্তির মুখে। চলতি শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে শুভেন্দুকে। তবে এই প্রথম নয়, এর আগেও গত বছর মার্চে বিধানসভার অধিবেশন চলাকালীন সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। এদিন ধর্মতলার সভামঞ্চে উঠে শুরুতেই শুভেন্দুর পাশে দাঁড়াতে দেখা গেল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে। সাফ বলে গেলেন শীঘ্রই বাংলায় হবে বিজেপির সরকার। শুভেন্দুকে আটকানো গেলেও আটাকানো যাবে না প্রতিবাদী জনতার কণ্ঠস্বর।
শাহ আগমণ নিয়ে বিগত কয়েকদিন ধরেই পদ্ম কর্মীদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা। ব্যাপক তৎপরতা দেখা গিয়েছিল শুভেন্দু-সুকান্তদের মধ্যেও। যে জায়গায় তৃণমূলের একুশে জুলাইয়ের সভা হয় সেখানেই তৈরি হয়েছে বিজেপির মঞ্চ। সেই মঞ্চে দাঁড়িয়েই শুভেন্দুকে পাশে নিয়ে মমতাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শাহ। হুঙ্কারের সুরে বলেন, “বাংলার মানুষ বলছে দিদি আপনার সময় এবার শেষ হয়ে গিয়েছে। আজ বাংলার ১৮ লোকসভা আসন, ৭৭ বিধানসভা আসন বিজেপিকে দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এখানে পরের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে। বাংলায় ২ কোটি ৩০ লাখ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে।
এরপরই শুভেন্দুর পাশে দাঁড়িয়ে শাহ বলেন, “আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে দিদি দ্বিতীয়বার বিধানসভা থেকে বরখাস্ত করে দিয়েছেন। আমি বলছি, দিদি কান খুলে শুনে নিন শুভেন্দুজিকে আপনি বিধানসভার বাইরে বের করতে পারেন। কিন্তু, বাংলার জনতাকে চুপ করাতে পারবেন না।”
তবে শুধু শাহ একা নন, এদিন মঞ্চে উঠে শুরুতেই মমতার বিরুদ্ধে খড়গহস্ত হতে দেখা গিয়েছিল শুভেন্দুকেও। ভারত মাতার জয় স্লোগান দিতে দিতে মঞ্চে উঠেই মমতাকে একহাত নেন। সাসপেন্ড হওয়া নিয়ে সুর চড়িয়ে সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, “কালকে বিধানসভা থেকে তাড়িয়েছে আমাকে। আমি আপনাদের মাধ্যমে বলছি লোকসভা নির্বাচনে মমতা নির্বাচনে সাসপেন্ড করবেন তো?”
