
কলকাতা: ঘরে ঘরে হাত। স্বাধীনতার পর দেশের কোণায় কোণায় তখন কংগ্রেসের পতাকা। বাংলায়ও তার ব্যতিক্রম হয়নি। প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গড়ে কংগ্রেস। কিন্তু, সময় যত গড়িয়েছে, হাতের প্রভাব কমতে শুরু করে রাজ্যে। ক্ষমতার কেন্দ্র থেকে এখন বিধানসভায় শূন্য হাত। ভোটপ্রাপ্তির হার কমতে কমতে আজ ১০ শতাংশের নিচে নেমেছে। বাংলায় কংগ্রেস বলতে কেন এখন মানুষ নির্দিষ্ট কয়েকটি এলাকার কোথাই বোঝে? স্বাধীনতার ৭৭ বছরে কোন পথে বাংলায় প্রভাব হারাল কংগ্রেস? খাদ্য আন্দোলনের প্রভাব- দেশ স্বাধীন হওয়ার পর সবে এক দশক কেটেছে। রাজ্যে মারাত্মক আকার ধারণ করে খাদ্যসঙ্কট। চারদিকে খাদ্যের হাহাকার। খিদের...