ভিনরাজ্যে কাজ করে বাংলার ২১,৫৯,৭৩৭ শ্রমিক, রাজ্যে ঠিক কতগুলি কারখানা বন্ধ জানেন

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 02, 2024 | 1:27 PM

Factory in Bengal: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, বাংলায় কোনও কাজ নেই। ঠিক মতো টাকাও দেওয়া হয় না। সেই কারণে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। ওয়েনাড়েও বাংলার একাধিক শ্রমিক আটকে আছেন বলে দাবি করেছেন তিনি।

ভিনরাজ্যে কাজ করে বাংলার ২১,৫৯,৭৩৭ শ্রমিক, রাজ্যে ঠিক কতগুলি কারখানা বন্ধ জানেন
বন্ধ শতাধিক কারখানা
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: সম্প্রতি তারাতলায় ব্রিটানিয়ার কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। ভোটের পর যখন ট্রেনগুলি ভিনরাজ্যে পাড়ি দিচ্ছিল, তখন তাতে পরিযায়ী শ্রমিকের ভিড় দেখেও প্রশ্ন তুলেছিলেন অনেকে। প্রশ্ন ওঠে বাংলায় কি কোনও কাজ নেই? কারখানাগুলো কি আর কখনও খুলবে না? এবার সেই প্রশ্নই উঠল রাজ্যের বিধানসভায়। শুক্রবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রশ্ন তোলেন,রাজ্যে কতগুলি কারখানা বন্ধ আছে, কত শ্রমিক বর্তমানে ভিনরাজ্যে কাজ করছেন?

প্রশ্নোত্তর পর্বে নওশাদের প্রশ্নের উত্তর দেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটক জানিয়েছেন, ২০২২-২৩ সালে রাজ্যে মোট ১৭১টি কারখানা বন্ধ ছিল, আর ২০২৩-২৪ সালে অর্থাৎ বর্তমানে রাজ্যের ১৬৯টি কারখানা বন্ধ আছে।

বর্তমানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত, সেই প্রশ্নেরও উত্তর রয়েছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, বাংলার ২১ লক্ষ ৫৯ হাজার ৭৩৭ জন শ্রমিক কাজ করছেন ভিনরাজ্যে, যার মধ্যে বেশিরভাগ পরিযায়ী শ্রমিক কাজ করেন মহারাষ্ট্রে। আর কোন রাজ্যে কতজন কাজ করছেন, সেই তথ্য অবশ্য প্রকাশ করা হয়নি।

নওশাদ সিদ্দিকী জানান, ২১ লক্ষের বেশি এই শ্রমিকের সংখ্যা মাত্র এক বছরে নথিভুক্ত করা হয়েছে। ২০২২ সালে এই নিয়ে প্রশ্ন করা হলেও উত্তর পাওয়া যায়নি। তিনি আরও জানিয়েছেন, ওয়েনাড়ে কর্মরত বাংলার অনেক শ্রমিক এখনও আটকে আছেন। এখনও সবার সঙ্গে সরকার যোগাযোগ করতে পারেনি বলে দাবি নওশাদের।

মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, কেরলের ধসের ঘটনায় রাজ্য থেকে যাওয়া ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে আছেন, যাঁদের মধ্যে ১৫৫ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। সমস্ত তথ্য সরকারের দফতরে আছে বলে জানিয়েছেন তিনি।

Next Article