Train Accident: আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা, হাওড়া থেকে মুম্বইগামী ট্রেন দুর্ঘটনার কবলে
Mumbai-Howrah Train Accident: এই নিয়ে ২ মাসে পরপর ৩টি ট্রেন দুর্ঘটনা। ১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ছাতারহাট-রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। ১৮ জুলাই উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। ২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস।
মঙ্গলবার ভোরে আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা। হাওড়া-সিএসএমটি মেল ( Howrah-CSMT Mail) চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায়। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। এখনও অবধি তিনজনের মৃত্য়ুর খবর যাচ্ছে। আহতের সংখ্যা বহু।
LIVE NEWS & UPDATES
-
আহত মালদহের তিন
ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত মালদহের তিনজন। জামসেদ আলি, সোহরাব আলি এবং কাদির শেখ। তিনজনেরই বাড়ি ইংরেজবাজার থানা এলাকার লক্ষ্মীঘাট গ্রামে।
-
রইল হেল্পলাইন নম্বর
হাওড়া: 9433357920, 03326382217
রাঁচী: 0651-27-87115
টাটানগর: 06572290324
চক্রধরপুর: 06587 238072
রউরকেল্লা: 06612501072, 06612500244
-
-
আহতদের আরোগ্য কামনা রাজ্যপালের
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
HG has expressed his condolences to the bereaved families and wishes fast recovery of those injured in the Howrah-CSMT Express train derailment near Jharkhand’s Chakradharpur today.
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) July 30, 2024
-
‘আর কতদিন সহ্য করতে হবে’, এক্স হ্যান্ডেলে লিখলেন মমতা
রেল দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন, প্রতি সপ্তাহে একটা করে বিভীষিকাময় দুর্ঘটনা। কতদিন আর সহ্য করতে হবে এটা?
Another disastrous rail accident! Howrah- Mumbai mail derails in Chakradharpur division in Jharkhand today early morning, multiple deaths and huge number of injuries are the tragic consequences.
I seriously ask: is this governance? This series of nightmares almost every week,…
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2024
-
দিশাহারা যাত্রীদের পরিবার
হাওড়ায় খোলা হয়েছে হেল্পডেস্ক। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন, খোঁজ নিচ্ছেন প্রিয়জনের। গৌরাঙ্গ দাস নামে এক ব্যক্তি হেল্প ডেস্কে এসে খোঁজ নেন তাঁর দাদা বরুণ দাসের। দুর্ঘটনার পর থেকেই দাদার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। হন্তদন্ত হয়ে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের হেল্প ডেস্ককে জানান তিনি হুগলির গুপ্তিপাড়া বাড়ি তাঁদের।
-
-
মালগাড়িই ডাকল বিপদ
হাওড়া-সিএসএমটি মেল মুম্বইয়ের দিকে যাওয়ার আগে পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার চারটি বগি লাইন থেকে ছিটকে যায়। দু’টি লাইনের মাঝের যে নিরাপদ অংশ থাকে, সেখানে ছিটকে পড়ে। চারটি বগির মধ্যে একটি আবার হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের লাইনের উপর গিয়ে পড়ে। তাতেই এই দুর্ঘটনা বলে খবর।
-
২ মাসে ৩ বার দুর্ঘটনা
এই নিয়ে ২ মাসে পরপর ৩টি ট্রেন দুর্ঘটনা। ১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ছাতারহাট-রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। ১৮ জুলাই উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। ২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস।
-
বাতিল একাধিক ট্রেন
ট্রেন দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে-
22861 হাওড়া – কাটপাডি এক্সপ্রেস
08015/18019 খড়গপুর – ধানবাদ এক্সপ্রেস
12021/12022 হাওড়া – বারবিল – হাওড়া এক্সপ্রেস
13512/13511 আসানসোল – টাটা – আসানসোল এক্সপ্রেস
22861- হাওড়া- টিটাগড়- কান্তাবানজি এক্সপ্রেস
08015/18019- খড়্গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস
12021/12022- হাওড়া-বারাবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস
Published On - Jul 30,2024 10:24 AM