বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন

ঋদ্ধীশ দত্ত |

Dec 28, 2020 | 7:02 PM

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন বদল হবে, আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই মতো এদিন নতুন পরীক্ষার রুটিন প্রকাশ করল শিক্ষা সংসদ (WBCHSE)। ৩০ জুন হুল দিবস পড়ার কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে। পরিবর্তে দিন ২ জুলাই পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি করে এদিন জানানো হয়েছে।   ২০২১ সালের উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৫ জুন। চলবে ২ […]

বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন
ফাইল ছবি

Follow Us

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন বদল হবে, আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই মতো এদিন নতুন পরীক্ষার রুটিন প্রকাশ করল শিক্ষা সংসদ (WBCHSE)। ৩০ জুন হুল দিবস পড়ার কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে। পরিবর্তে দিন ২ জুলাই পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি করে এদিন জানানো হয়েছে।

পরিবর্তিত পরীক্ষা সূচি

 

২০২১ সালের উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৫ জুন। চলবে ২ জুলাই পর্যন্ত। তার আগেই অবশ্য হয়ে যাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে গ্রহণ করার কথা প্রত্যেক বিদ্যালয়কে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি প্রত্যেক বিদ্যালয়কে করোনা পরিস্থিত মাথায় রেখে নিজ দায়িত্বে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০ এপ্রিলের মধ্যে প্রত্যেক বিদ্যালয়কে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর সংসদে জমা দিতে হবে।

Next Article