হাইকোর্টের নির্দেশ মেনেই ৪ জানুয়ারি থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু

ঋদ্ধীশ দত্ত |

Dec 28, 2020 | 10:43 PM

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া অনলাইনেই করা হবে।

হাইকোর্টের নির্দেশ মেনেই ৪ জানুয়ারি থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু
ফাইল ছবি

Follow Us

কলকাতা: প্রতীক্ষার প্রহর গোনা শেষ। আগামী ৪ জানুয়ারি থেকে উচ্চ প্রাথমিকে (Upper Primary) শিক্ষক নিয়োগ শুরু করছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সোমবার কমিশনের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া অনলাইনেই করা হবে।

সোমবারের বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, গত ১১ ডিসেম্বর হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা মেনেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ জানুয়ারি সন্ধে ৬টার মধ্যে সকল প্রার্থীকে নিজেদের নথি কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য কাউকেই সশরীরে উপস্থিত থাকতে হবে না।

আরও পড়ুন: মুকুলের পরামর্শেই গা ঢাকা দিই! অস্তিত্ব নেই লাল ডায়রির: বিস্ফোরক সুদীপ্ত

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর ২০১৬ সালের যে টেট নিয়োগ নিয়ে দুর্নীতি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। তখন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, মেধার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া করতে হবে। একই সঙ্গে শর্ত বেঁধে দেওয়া হয়, আগামী বছরের ৪ জানুয়ারি থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, ১০ মে-র মধ্যে যাবতীয় ইন্টারভিউ নিতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। যাঁরা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গিয়েছিল, তাঁদের সবাইকে সুযোগ দিতে হবে। প্রয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতেও হতে পারে নিয়োগ। কমিশন সূত্রে বলা হয়েছে, হাইকোর্টের বেঁধে দেওয়া নির্দেশ মেনেই আগামী ৪ জানুয়ারি থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু হচ্ছে।

আরও পড়ুন: বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন

Next Article