কলকাতা: “ভেবেছিলাম প্রথম হব। একটু মিসটেক হয়েছে, তাই দ্বিতীয় হয়ে গিয়েছি।” উচ্চমাধ্যমিকে (West Bengal HS Result 2023) চোখ ধাঁধানো ফল করেও যেন আফসোসের সুর উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার রামকৃষ্ণপুর পিডিজিমএমের ছাত্র আবু সামার গলায়। মেধাতালিকায় দ্বিতীয় স্থান রয়েছে তাঁর দখলে। প্রাপ্ত নম্বর ৪৯৫। এরপর কী? কী নিয়ে চলবে পড়াশোনা? প্রশ্ন আবুর সাফ জবাব, “ভেবেছি এ বিষয়ে। কিন্তু বলব না এখন। অনেক পরিশ্রম করেছি। তার ফল আজকে পেয়েছি।” যদিও এই বাবা-মা, শিক্ষকদের হাসিমুখে এদিন ধন্যবাদ জানাতে দেখা যায় আবুকে। যদিও ক্যামেরার সামনেই ফের বলে ওঠে, “নানা প্রথমে আমাকেই সবার আগে ধন্যবাদ দেব।”
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হতেই দেখা যাচ্ছে চোখ ধাঁধানো পাশের হারে শীর্ষ তালিকায় পূর্ব মেদিনীপুর। জেলায় পাশের হার ৯৫.৭৫ শতাংশ। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দশম কলকাতা। তবে এক থেকে দশের মেধাতালিকায় সবথেকে বেশি জায়গা করে নিয়েছে হুগলির পড়ুয়ারা। হুগলি থেকেই মেধাতালিকায় ১৮ জন।
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রেয়া মল্লিক। প্রাপ্ত নম্বর ৪৯৪। পড়াশোনা কলা বিভাগে। ভবিষ্যতের পড়াশোনার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শ্রেয়াও। সে আপাতত বিষয়টা ছাড়ছে তাঁর অভিভাবকদেরই উপর। ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে হুগলির জানাই ট্রেনিং হাই স্কুলের ছাত্রী শরন্যা ঘোষ। অষ্টম স্থান অধিকার করেছে বালুরঘাট হাইস্কুলের ছাত্র সপ্তক সাহা। প্রাপ্ত নম্বর ৪৮৯। উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকার করল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের তুহিন রঞ্জন অধিকারী। তুহিন দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৮৮। জয়নগরের তসরালা সরবেড়িয়া সনাতন হাইস্কুলের ছাত্র সৌম্যদীপ দত্ত মেধা তালিকায় রাজ্যের মধ্যে দশম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৮৭।
কলকাতা: “ভেবেছিলাম প্রথম হব। একটু মিসটেক হয়েছে, তাই দ্বিতীয় হয়ে গিয়েছি।” উচ্চমাধ্যমিকে (West Bengal HS Result 2023) চোখ ধাঁধানো ফল করেও যেন আফসোসের সুর উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার রামকৃষ্ণপুর পিডিজিমএমের ছাত্র আবু সামার গলায়। মেধাতালিকায় দ্বিতীয় স্থান রয়েছে তাঁর দখলে। প্রাপ্ত নম্বর ৪৯৫। এরপর কী? কী নিয়ে চলবে পড়াশোনা? প্রশ্ন আবুর সাফ জবাব, “ভেবেছি এ বিষয়ে। কিন্তু বলব না এখন। অনেক পরিশ্রম করেছি। তার ফল আজকে পেয়েছি।” যদিও এই বাবা-মা, শিক্ষকদের হাসিমুখে এদিন ধন্যবাদ জানাতে দেখা যায় আবুকে। যদিও ক্যামেরার সামনেই ফের বলে ওঠে, “নানা প্রথমে আমাকেই সবার আগে ধন্যবাদ দেব।”
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হতেই দেখা যাচ্ছে চোখ ধাঁধানো পাশের হারে শীর্ষ তালিকায় পূর্ব মেদিনীপুর। জেলায় পাশের হার ৯৫.৭৫ শতাংশ। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দশম কলকাতা। তবে এক থেকে দশের মেধাতালিকায় সবথেকে বেশি জায়গা করে নিয়েছে হুগলির পড়ুয়ারা। হুগলি থেকেই মেধাতালিকায় ১৮ জন।
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রেয়া মল্লিক। প্রাপ্ত নম্বর ৪৯৪। পড়াশোনা কলা বিভাগে। ভবিষ্যতের পড়াশোনার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শ্রেয়াও। সে আপাতত বিষয়টা ছাড়ছে তাঁর অভিভাবকদেরই উপর। ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে হুগলির জানাই ট্রেনিং হাই স্কুলের ছাত্রী শরন্যা ঘোষ। অষ্টম স্থান অধিকার করেছে বালুরঘাট হাইস্কুলের ছাত্র সপ্তক সাহা। প্রাপ্ত নম্বর ৪৮৯। উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকার করল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের তুহিন রঞ্জন অধিকারী। তুহিন দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৮৮। জয়নগরের তসরালা সরবেড়িয়া সনাতন হাইস্কুলের ছাত্র সৌম্যদীপ দত্ত মেধা তালিকায় রাজ্যের মধ্যে দশম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৮৭।