১২ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে আইসিএসই স্কুল

ঋদ্ধীশ দত্ত |

Feb 02, 2021 | 7:40 PM

রাজ্যের সবুজ সংকেতেরই অপেক্ষা ছিল। রাজ্যের সম্মতি পাওয়ার পরই স্কুল খোলার বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে।

১২ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে আইসিএসই স্কুল
ফাইল ছবি

Follow Us

কলকাতা: দীর্ঘ বিরতির অবসান। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে খুলে যাচ্ছে সমস্ত আইসিএসই স্কুল (ICSE)। তবে ছোটরা এখন থেকে স্কুল (School) যেতে পারবে না। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু হবে। মঙ্গলবার রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্কুল খোলার ব্যাপারে সবুজ সংকেত দেন। এরপরই রাজ্যের সমস্ত বেসরকারি আইসিএসই স্কুল দেওয়ার তথ্যটি নিশ্চিত করেন সিআইএসসিই সচিব জেরি আরাথুন।

একাধিক রাজ্যে স্কুলে পঠনপাঠন শুরু হয়ে গেলেও পশ্চিমঙ্গের স্কুলগুলিতে এখনও তালা ঝুলছে। আনলক পর্ব কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফেরা হলেও পড়ুয়ারা কবে আগের মতো স্কুলে যেতে পারবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছিল। শেষ পর্যন্ত এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলে দেওয়ার ভাবনা রয়েছে রাজ্যের। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে।

আরও পড়ুন: রাজ্যে কবে থেকে খুলতে পারে স্কুল? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর এই ঘোষণার অপেক্ষা ছিল কেবল। সাংবাদিক বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সিআইএসসিই সচিবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের সমস্ত বেসরকারি আইসিএসই স্কুল খুলে দেওয়া হবে ১২ ফেব্রুয়ারি থেকে। বস্তুত, রাজ্যের সবুজ সংকেতেরই অপেক্ষা ছিল। রাজ্যের সম্মতি পাওয়ার পরই স্কুল খোলার বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘দেউলিয়া তৃণমূলের জুতোর মালা আমাদের জন্য আশীর্বাদ’, সুর চড়ছে রাজীবের

করোনা পরিস্থিতির জেরে গত বছর মার্চ মাস থেকে দেশজুড়ে স্কুল-কলেজ বন্ধ। অতি সম্প্রতি দিল্লি সরকার রাজধানীতেও স্কুল খোলার কথা ঘোষণা করেছে। অন্য সব কর্মকাণ্ড ক্রমশই স্বাভাবিক হয়ে এলেও স্কুল-কলেজে গিয়ে পঠনপাঠন প্রক্রিয়া এখনও রাজ্যে শুরু হয়নি। এই নিয়ে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের উদ্বেগের সীমা নেই। তবে আজকের ঘোষণার পর পঠনপাঠন প্রক্রিয়াও নতুন করে গতি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

Next Article