রাজ্যে কবে থেকে খুলতে পারে স্কুল? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী
নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস খোলার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। এবং তা সমস্ত স্বাস্থ্য বিধি অনুসরণ করেই হবে বলে জানিয়েছেন পার্থ।
কলকাতা: স্বাস্থ্য বিধি মেনে এবার অবশেষে স্কুল খোলার ভাবনা রাজ্য সরকারের। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক চলাকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের এই ভাবনার কথা জানান। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকার স্কুল খোলার বিষয়ে চিন্তাভাবনা করছে। যদি খোলা হয়, তবে আপাতত মাত্র চারটি ক্লাস খোলা হবে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস খোলার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। এবং তা সমস্ত স্বাস্থ্য বিধি অনুসরণ করেই হবে বলে জানিয়েছেন পার্থ।
করোনা পরিস্থিতির জেরে গত বছর মার্চ মাস থেকে দেশজুড়ে স্কুল-কলেজ বন্ধ। অতি সম্প্রতি দিল্লি সরকার রাজধানীতেও স্কুল খোলার কথা ঘোষণা করেছে। অন্য সব কর্মকাণ্ড ক্রমশই স্বাভাবিক হয়ে এলেও স্কুল-কলেজে গিয়ে পঠনপাঠন প্রক্রিয়া এখনও রাজ্যে শুরু হয়নি। এই নিয়ে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের উদ্বেগের সীমা নেই। তবে রাজ্যের শিক্ষামন্ত্রীর আজকের ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি মিলবে।
আরও পড়ুন: ‘দেউলিয়া তৃণমূলের জুতোর মালা আমাদের জন্য আশীর্বাদ’, সুর চড়ছে রাজীবের
পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা নবম, দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল চালানোর কথা ভাবছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গেও বৈঠক ডেকেছি। তাঁদের যা মতামত হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” শিক্ষামন্ত্রী আরও জানান, “স্কুল-কলেজ স্যানিটাইজ করার কাজ চলছে। এর চারটি শ্রেণির প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও যাতে হয় সেটাও বলব। সামনে স্বরস্বতী পুজো আছে সেটাও করা হবে।”
আরও পড়ুন: উত্তরবঙ্গে বিজেপির এত জন বিধায়ক রয়েছেন, কী কাজ হয়েছে? প্রশ্ন মমতার