কলকাতা: বাতিল হয়েছে ট্রেন, বাতিল হয়েছে প্লেন, বাসই ভরসা। বাসেই করেই দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থক। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে রয়েছে প্রতিবাদ কর্মসূচি। তা নিয়ে বাংলার বুকে রাজনৈতিক তরজা তো চলছেই। এরইমধ্যে এবার হুঁশিয়ারি সেচমন্ত্রী পার্থ ভৌমিকের। সাফ বললেন, দিল্লিতে লাঠি চললে বাংলাতেও লাঠি চলবে। প্রসঙ্গত, দিল্লি যাত্রা নিয়ে আগেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয়াকে। সাফ বলেছেন, “বাংলার একটা মানুষের গায়ে যদি হাত পড়ে দিল্লিতে, একটা আঁচড় যদি পড়ে শ্রমিক কৃষকের উপর…। একটা গরিব মানুষের গায়ে যদি হাত পড়ে ইট কা জবাব পাত্থর সে কীভাবে দিতে হয় সেটা গণতান্ত্রিকভাবে আগামীদিন মানুষ দেবে।”
এবার পার্থ বলছেন, লাঠি ওখানে চললে লাঠি এখানেও চলবে। রাজ্যের মন্ত্রীর এ হুশিয়ারি নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর তরজা। বাংলার বিরোধীদের দাবি, পার্থ ভৌমিক যে কথা বলেছেন তা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। যদিও তৃণমূলের নেতাদের দাবি, তাঁদের কানে আসছে নিত্যনতুন জল্পনা। বিজেপি নেতাদের কেউ কেউ নাকি বলছেন দিল্লিতে তৃণমূলের লোকজন গেলে তাঁদের লাঠিচার্জ করা হবে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন এ মন্তব্য করেন পার্থ। বলেন, দিল্লি পুলিশ লাঠি চালালে বাংলাতেও পুলিশ বসে থাকবে না। তা নিয়েই জোর শোরগোল। ওয়াকিবহাল মহলের ধারনা, এ কথা বলে আদপে বিজেপিকেই নিশানা করছেন পার্থ ভৌমিক। অর্থাৎ নিশানায় বাংলার বিরোধী বিজেপি।
এদিকে ট্রেন বাতিলের পর আবার তৃণমূলের তরফে বুক করা একটি বিমানও বাতিল হয়ে গিয়েছে। বিমানে ১২০ জনের বেশি নেতার যাওয়ার কথা ছিল। কিন্তু, আচমকা সেই বিমান বাতিল হয়ে যাওয়ায় সমস্যা শাসকদল।